কাতার ভিসা চেক করার সহজ পদ্ধতি

দুবাই ভিসা চেক করার নিয়মআসসালামু আলাইকুম, আপনি কি অনলাইনে কাতার ভিসা চেক করার নিয়ম খুজতেছেন। কিভাবে কার তার ভিসা চেক করতে হয় এ নিয়ে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছেন কিন্তু আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তরটি জানতে পারেননি। তাহলে এখন একদম সঠিক জায়গায় এসেছেন এখানে বিস্তারিতভাবে বলা হবে কিভাবে কাতার ভিসা চেক করতে হয়।
কাতার ভিসা চেক করার সহজ পদ্ধতি
বর্তমান সময়ে কাতারে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি মাসে অনেক মানুষ যায়। কোন দেশে যাওয়ার জন্য ভিসার প্রয়োজন হয়। যারা কাতার ভিসার জন্য আবেদন করেছেন তারা শুধুমাত্র এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন।

ভূমিকা - কাতার ভিসা চেক

একটি দেশ থেকে বাংলাদেশের যাওয়ার জন্য অনেক ধাপ পার করতে হয়। যারা নতুন কাতার ভিসার জন্য আবেদন করেছেন। তাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। কোন অবৈধভাবে দালালের মাধ্যমে অন্য দেশে যাওয়ার চেষ্টা করবেন না। অসৎ উপায় অবলম্বন করলে এর ফল কিন্তু কখনোই ভালো হবে না।

যারা ভিসার জন্য আবেদন করেছেন তাদের ভিসার সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরী। যারা সহজ সরল মানুষ তাদেরকে ভুলভাল তথ্য বুঝিয়ে টাকা হাতে নেওয়ার চেষ্টা করে একটি চক্র। এগুলো থেকে বাঁচার জন্য সর্বপ্রথম আপনাকে কাতার ভিসা কিভাবে চেক করতে হয় এই বিষয়টি শিখতে হবে।


বেশ কিছু বছর আগেও ভিসা চেক করার জন্য আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তবে এখন ডিজিটাল সময় হওয়ার কারণে আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে নিজের ভিসা চেক করতে পারবেন।

কম্পিউটার এবং ল্যাপটপ থেকে ওয়েবসাইটের মাধ্যমে ভিসা চেক করতে পারবেন। তো বন্ধুরা এবং আপনাদের মূল্যবান সময় অযথা নষ্ট না করে আমরা আলোচনা থেকে ফিরে যাই।

কাতার ভিসা করতে কি কি শর্ত আছে

  • আবেদনকারী সর্বনিম্ন বয়স ১৮ হতে হবে।
  • নাগরিকত্ব সনদ অর্থাৎ এন আই ডি কার্ড থাকা আবশ্যক।
  • ব্যাংক একাউন্ট এবং একাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা থাকতে হবে।
  • চারিত্রিক সনদপত্র।
  • পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে।
  • আপনার এলাকার চেয়ারম্যান কিংবা মেয়রের স্বাক্ষরকৃত একটি সনদপত্র।
  • ভিসা আবেদনের পূর্বে অবশ্যই পাসপোর্ট বানাতে হবে।
  • এপ্লিকেশন নাম্বার মনে থাকতে হবে।

কাতার ভিসা চেক

কাতার ভিসা চেক করা খুবই সহজ যদি সঠিক নিয়মে কাজটি করতে পারে। এর জন্য যে কোন একটি ব্রাউজারে যেতে হবে এবং সার্চ করতে হবে "qatar visa check" এরপর আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে সেখান থেকে সর্বপ্রথম যে ওয়েবসাইট রয়েছে সেখানে প্রবেশ করবেন।

এখানে কোন ঝামেলা করতে হবে না সরাসরি যেখান থেকে ভিসা চেক করতে হয় সেখানে নিয়ে যাবে। ভিসা নাম্বার এবং পাসপোর্ট এই দুইটার মধ্যে যেকোনো একটি বেছে নিতে হবে। এখন সর্বপ্রথম পাসপোর্ট নাম্বার লিখতে হবে। কোন দেশ থেকে আবেদন করছেন উক্ত দেশের নাম লিখতে হবে।
কাতার ভিসা চেক করার সহজ পদ্ধতি
একটি ক্যাপচা কোড রয়েছে এটা লিখতে হবে। ক্যাপচা কোড ভালোভাবে বুঝতে না পারলে রিলোড দিয়ে নিবেন তাহলে নতুন একটি কোড আসবে। নিচে সাবমিট করার অপশন হয়েছে এখানে একটি ক্লিক করবেন। তাহলে আপনার ভিসার সকল কিছু দেখতে পারবেন। এই কাজটি করতে খুব অল্প সময় লাগে যদি তথ্যগুলো সঠিক হয়।

কাতার ভিসা চেক করার সহজ পদ্ধতি

কাতার ভিসা চেক করার জন্য, গুগলে সার্চ করবেন "portal.moi.gov.qa" সর্বপ্রথম যে ওয়েবসাইট আসবে ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করুন।এরপর "MOIServices"ক্লিক করবেন।"Inquirices" থেকে "Visa Services" এ প্রবেশ করতে হবে।


এখন নতুন একটি পেজ দেখতে পারবেন।ভিসাটি পাসপোর্ট নাম্বার অথবা ভিসা নাম্বার সিলেক্ট করতে হবে।প্রথমে "Passport Number" লিখবেন।এরপর "Nationaly" লিখে।ক্যাপচা কোড দিয়ে "Submit" দিলে ভিসাটি দেখতে পারবেন।

ভিসাতে যে সকল তথ্য থাকবে

  • Visa Number - ইমিগ্রেশন অফিস থেকে ভিসার চেয়ে নাম্বারটি রয়েছে।
  • Name - আবেদনকারীর নাম।
  • Passport Number - পাসপোর্ট নাম্বার।
  • Description Of Visa Owner - ভিসা সম্পর্কে বিস্তারিত।
  • Gender - পুরুষ না মহিলা।
  • Visa Type - কি ধরনের ভিসা।
  • Travel Index - কি কারনে যাবে।
  • Stay Duration -কতদিন পর্যন্ত যেতে পারবে।
  • Date of issue - মেয়াদ কবে থেকে শুরু।
  • Visa Validity - ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ।
  • Visa Status - ভিসার বর্তমান অবস্থা।

কাতার ভিসা চেক করতে কত টাকা লাগে

কাতার ভিসা চেক করতে কত টাকা লাগে এ প্রশ্নটি অনেকেরই অজানা। তবে যে কোন দেশের ভিসা চেক করার জন্য আপনাকে সরকারিভাবে কোন টাকা দিতে হবে না। তবে কোন কম্পিউটারের দোকান থেকে ভিসা চেক করে নিলে তাদেরকে ৫০ থেকে ১০০ টাকা দিতে হবে। এটা নির্ভর করে তারা কত টাকা নিয়ে আপনার কাজটি করে দিবে তার উপর।


কিন্তু মোবাইল ফোন থেকে কাতার ভিসা চেক করতে হলে কোন টাকা খরচ করতে হবে না। শুধুমাত্র আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ইন্টারনেট থাকলেই চলবে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিসা চেক করার জন্য কত টাকা খরচ হয়। তবে অন্য দেশের ভিসার জন্য টাকা কম বেশি হতে পারে।

ভিসা আসল না নকল যেভাবে বুঝবেন

ইতিপূর্বে জানিয়েছি কিভাবে কাতার ভিসা চেক করতে হয়। উপরের তথ্যগুলো সঠিকভাবে বসিয়ে সার্চ দেওয়ার পর ভিসা দেখতে পারবেন। যদি ভিসাটি নকল হয় তাহলে যে সকল তথ্য দেওয়া আছে এগুলোর মধ্যে কিছু না কিছু ভুল থাকবেই। এমনও হতে পারে আপনার থেকে টাকা নিয়ে সঠিক ভিসাটি দেয়নি।

তাহলে পাসপোর্ট নাম্বার দিয়ে যখন চেক করবেন সার্চ দেওয়ার পর কোন কিছুই আসবে না। এবং এখানেই দেখতে পাবেন আপনার ভিসা হাতে পেতে কতদিন সময় লাগবে। আসল ভিসার ক্ষেত্রে অনলাইন কপি দেখার পর একটু নিচে আসলে দেখতে পাবেন "THE VISA IS VAILD TO USE" এ কথাটির অর্থ হচ্ছে,
কাতার ভিসা চেক করার সহজ পদ্ধতি
আপনার ভিসার সম্পূর্ণ ঠিক আছে আপনি এটা এখন ব্যবহার করতে পারবেন। ভিসাতে কোন প্রকার ভুল থাকলে ভেবে নিবেন আপনাকে নকল ভিসা দিয়ে প্রতারণা করা হয়েছে। তবে ছোটখাটো ভুল হলে ইমিগ্রেশন অফিসের যোগাযোগ করে ঠিক করতে পারবেন।

পরবর্তী সময়ে ভিসা চেক করার সময় আমার কথাগুলো মাথায় রেখে কাজ করবেন তাহলে বুঝতে পারবেন এটা আসল ভিসা না নকল।

কাতার ভিসা অনলাইন কপি ডাউনলোড

কাতার ভিসা অনলাইন কপি ডাউনলোড করার নিয়ম সবচেয়ে সহজ। উপরে উল্লেখিত সব বিষয়গুলো খেয়াল রেখে ভিসার স্ট্যাটাস অর্থাৎ বর্তমানে ভিসাটি কোন পর্যায়ে রয়েছেন। সম্পূর্ণ ভিসার কাজ শেষ হলে অনলাইন কপি ডাউনলোড দিতে পারবেন। মোবাইল কিংবা কম্পিউটারের ক্ষেত্রে উক্ত পেজের "মূল মেনু" অথবা "থ্রি ডট" এখানে একটি ক্লিক করতে হবে।


তারপর দেখতে পারবেন সর্বমোট দুইটি অপশন রয়েছে একটি "প্রিন্ট" আর একটি "পি ডি এফ"। ফোন থেকে কাজ করলে অবশ্যই পি ডি এফ আকারে সেভ করতে হবে। মোবাইলে যখন ডাউনলোড করে রাখবেন বের করতে হলে নিকটস্থ কোনো প্রিন্টারের দোকানে গিয়ে যেখানে ভিসার অনেক কপি ডাউনলোড করে রেখেছেন সেখান থেকে বের করতে হবে।

এখন আগের থেকেই কম্পিউটারের দোকানে ভিসাটি চেক করলে অবশ্যই "প্রিন্ট" অপশানে ক্লিক ছাপিয়ে নিতে হবে। এখন যেকোনো কাজে আপনি ভিসার অনলাইন কপি ব্যবহার করতে পারবেন।

শেষ কথা - কাতার ভিসা চেক

আজকের আর্টিকেলটির মাধ্যমে আপনাদেরকে কিভাবে কাতার ভিসা চেক করতে হয় এ সম্পর্কে সঠিক তথ্য জানানোর চেষ্টা করেছি। আপনাদেরকে বেশ কিছু উপায় শিখিয়ে দিয়েছি। পছন্দ মতো একটি উপায় অবলম্বন করে ভিসা চেক করতে পারবেন। পোস্টটি পড়ার পর অবশ্যই কাতার ভিসা সম্পর্কে আর কিছু অজানা তথ্য থাকবে না আশা করি।

নিত্য নতুন অনলাইন এবং অফলাইন ইনকামের আপডেট তথ্যগুলো জানতে চাইলে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন চোখ রাখতে হবে। একজন মানুষের যে সকল তথ্যের প্রয়োজন পড়ে বিভিন্ন কাজের ক্ষেত্রে সবগুলো আমাদের ওয়েবসাইটে শেয়ার করার চেষ্টা করেছি।


উপকৃত হলে নিকটস্থ কোন বন্ধু কিংবা আত্মীয়দের মধ্যে শেয়ার করতে কখনোই ভুলবেন না। একটি শেয়ারের মাধ্যমে অনেকে সঠিক তথ্যগুলো জানতে পারবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এস এইচ টেক আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url