পুরাতন আইডি কার্ড চেক করুন অনলাইনে

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার সহজ উপায়আসসালামু আলাইকুম, আপনি কি পুরাতন আইডি কার্ড চেক করার নিয়ম খুজতেছেন। ইতিপূর্বে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছেন কিন্তু কাঙ্খিত প্রশ্নের উত্তরটি জানতে পারেন নি। তাহলে চিন্তার কোন কারণ নেই কেননা এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে কিভাবে অনলাইনে পুরাতন আইডি কার্ড চেক করতে হয়।
পুরাতন আইডি কার্ড চেক করুন অনলাইনে
আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করে দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং google এ সার্চ হচ্ছে পুরাতন আইডি কার্ড চেক করার নিয়ম সম্পর্কে জানার জন্য। তাদের সঠিক তথ্য জানানোর উদ্দেশ্যে এই আর্টিকেলটি তৈরি করা।

পুরাতন আইডি কার্ড চেক - মূলভাব

বাংলাদেশের বেশিরভাগ মানুষ অলস। তাই কাজের সময় ব্যতীত জরুরী কাগজপত্র অনেকেই রয়েছে যারা সঠিকভাবে গুছিয়ে রাখে না। একটু বয়স্ক মানুষরা নিজেদের আইডি কার্ড ভালোভাবে রাখে না। এর ফলে কোন কাজে প্রয়োজন পড়লে অনেক খোঁজাখুঁজি করতে হয়। যাদের পুরাতন আইডি কার্ড রয়েছে এগুলো নতুন করে অনলাইন করতে হবে।

নিজের পুরাতন আইডি কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে কিভাবে অনলাইন থেকে চেক করতে হয় এই বিষয়টি প্রত্যেকটি মানুষের জেনে রাখা প্রয়োজন। আইডি কার্ড চেক করার জন্য কি কি তথ্যের প্রয়োজন হয়। নতুন আইডি কার্ডের জন্য যারা আবেদন করেছে , আবেদন করার পর বর্তমানে আইডি কার্ড কি অবস্থায় রয়েছে এটা চেক করা জরুরী।


অনলাইনে দেখার পর কোন তথ্য ভুল গেলে পরবর্তীতে নিকটস্থ পৌরসভায় গিয়ে ভুল তথ্য গুলো সঠিক করে নিতে হবে। আইডি কার্ড হওয়ার পর ভুল হলে আর কোন কিছুই করার থাকবে না। তাই পুরাতন আইডি কার্ড অনলাইনে চেক করা জরুরী। তো বন্ধুরা আসুন আপনাদের মূল্যবান সময় অযথা নষ্ট না করে আমরা মূল আলোচনার দিকে ফিরে যাই।

পুরাতন আইডি কার্ড চেক করতে কি কি লাগে

আইডি কার্ড হারিয়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে, অনলাইন কপি ডাউনলোড করতে হবে।যারা নতুন আইডি কার্ড তৈরি করবেন তাদের জন্য কিছু আলাদা তথ্যের প্রয়োজন পড়ে। পুরাতন আইডি কার্ড চেক করে ডাউনলোড করার জন্য আলাদা তথ্য লাগে।
  • আইডি কার্ডের ১৭ সংখ্যার নাম্বার।
  • আবেদনকারীর সম্পূর্ণ নাম।
  • আবেদনকারীর পিতার নাম।
  • আবেদনকারীর মাতার নাম।
  • বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা।
এই তথ্যগুলো মনে থাকলে খুব সহজে পুরাতন আইডি কার্ড চেক করতে পারবেন এবং অনলাইন এর মাধ্যমে ডাউনলোড করতে পারবেন।

পুরাতন আইডি কার্ড চেক করুন অনলাইনে

আজকে আমরা দেখবো কিভাবে পুরাতন এনআইডি কার্ড থেকে ডিজিটাল এনআইডি কার্ডের নাম্বার বের করবো। এর জন্য সর্বপ্রথম google এ গিয়ে সার্চ করতে হবে "nid gov bd" লিখে। সর্বপ্রথম যে ওয়েবসাইট আসবে এখানে প্রবেশ করতে হবে। এরপর "NID Online Services" এখানে ক্লিক করবেন।

ধাপঃ১ - পুরাতন আইডি কার্ড চেক

এখানে একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। সর্বপ্রথম জাতীয় পরিচয় পত্র নম্বর অর্থাৎ ১৭ সংখ্যার যে নাম্বারটি রয়েছে এটা এখানে বসাতে হবে। এরপর পুরাতন আইডি কার্ডে আবেদনকারীর জন্ম তারিখ লিখতে হবে। নিচে একটি ক্যাপচা কোড রয়েছে কোডটি থাকা জায়গায় বসাতে হবে। এখন সাবমিট বাটনে ক্লিক করবেন।
পুরাতন আইডি কার্ড চেক করুন অনলাইনে
উপরে তথ্যগুলো আবার চেক করে নিবেন। একবার ভুল রেজিস্ট্রেশন হলে আপনার আইডি কার্ডের জায়গায় অন্য আইডি কার্ডের তথ্য আসবে।

ধাপঃ২ - পুরাতন আইডি কার্ড চেক

বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা বসাতে হবে। বিভাগ, জেলা এবং উপজেলা নির্বাচন করতে হবে। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আলাদা হলে জায়গা অনুযায়ী তথ্যগুলো দিবেন। তথ্যগুলো যাচাই করার জন্য এখন মোবাইল নাম্বার বসাতে হবে। এখন যে নাম্বারটি বসিয়েছেন উক্ত নাম্বারে একটি কোড যাবে।
পুরাতন আইডি কার্ড চেক করুন অনলাইনে
কোডটি কপি করে নিচে ফাঁকা জায়গায় বসাবেন। এখন কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার মোবাইল ফোনে বর্তমানে নতুন এনআইডি কার্ডের নাম্বার এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

মোবাইল দিয়ে আইডি কার্ড চেক করার নিয়ম

মোবাইল দিয়ে আইডি কার্ড চেক করার জন্য সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে যাবেন এবং সার্চ করবেন "id tax" এটা সাধারণত ভূমি মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইট। সার্চ করার পর বেশ কিছু ওয়েবসাইট দেখতে পাবেন এখান থেকে সর্বপ্রথম যে ওয়েবসাইট রয়েছে এখানে প্রবেশ করতে হবে। এখানে কোন প্রকার একাউন্ট তৈরি করতে হবে না।


এরপর অনেকগুলো অপশন দেখতে পাবেন তাদের মধ্যে থেকে "নাগরিক কর্নার" এখানে ক্লিক করবেন। এরপর নতুন একটি পেজ দেখতে পাবেন। এখন মোবাইল নাম্বার, জাতীয় পরিচয় পত্রের নাম্বার এবং জন্ম তারিখ বসিয়ে "পরবর্তী পদক্ষেপ" এখানে ক্লিক করবেন। কিছুক্ষণ অপেক্ষা করলে জাতীয় পরিচয়পত্রের সকল তথ্য দেখতে পাবেন।

প্রথমত নাম, পিতার নাম, মাতার নাম, জন্মতারিখ এবং ছবি দেখতে পাবেন। এই নিয়মে হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে যে কোন ব্যক্তির ভোটার আইডি কার্ড চেক করে নিতে পারেন। বাসা বাড়িতে কাজের লোকের প্রয়োজন হলে অচেনা কোন ব্যক্তিকে চাকরি দেওয়ার পূর্বে আইডি কার্ড চেক করে নিতে পারেন এ উপায়ে।

আইডি কার্ড চেক করার সহজ উপায়

আইডি কার্ড চেক করার সহজ উপায় জানতে, যে কোন একটি ব্রাউজারে যাবেন এবং সার্চ করবেন "www.nidw.gov.bd" লিখে। ওয়েবসাইটে প্রবেশ করার পর "NID Services" থেকে "NID Online Services" এখানে ক্লিক করবেন। অ্যাকাউন্ট না থাকলে নতুন রেজিস্ট ভাবে রেজিস্ট্রেশন করতে হবে এর জন্য, "জাতীয় পরিচয় পত্র নম্বর", "জন্ম তারিখ" বসিয়ে,


"ক্যাপচা কোড" লিখে "submit" এ ক্লিক করবেন। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা পূরণ করে "পরবর্তী" অপশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনকৃত অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য "Phone Number" বসিয়ে "submit" করবেন। কিছুক্ষণ পর নাম্বারে একটি মেসেজ আসবে এখানে " nid Number" লিখা থাকবে।

আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করার নিয়ম

নতুন আইডি কার্ড এর জন্য আবেদন করার পর কারণবশত অনলাইন কপির প্রয়োজন পড়লে, উপরে উল্লেখিত নিয়ম অনুযায়ী সর্বপ্রথম চেক করবেন। এরপর "print" অপশন এ ক্লিক করে, "PDF" আকারে সেভ করবেন। প্রিন্টার থাকলে নিজেই প্রিন্ট করে কাজ করতে পারবেন। মোবাইল ফোনের ডাউনলোড করে, নিকটস্থ কোন কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট করতে হবে।

আইডি কার্ড চেক করতে কত টাকা লাগে

আইডি কার্ড চেক করার জন্য কোন নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ হয় না। তবে বাংলাদেশের বিভিন্ন জেলার ক্ষেত্রে কিছু টাকা বেশি লাগে আবার কোথাও টাকা কম লাগে। তবে সরকারের নিয়ম অনুযায়ী আইডি কার্ডের ও তথ্য যদি ভুল থাকে এগুলো সংশোধন করার সময় প্রথমবার ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত খরচ পড়ে।

দ্বিতীয় বার কোন কিছু সংশোধন করতে চাইলে ৩০০ টাকা থেকে ৪৫০ টাকা পর্যন্ত খরচ পড়ে। এরপর থেকে যতবার আইডি কার্ডের তথ্যগুলো পরিবর্তন করতে চাইবেন ততবারই ৫০০ টাকা থেকে ৬০০ টাকা পর্যন্ত খরচ পড়ে

যতবার সংশোধন করবেন ততবার বেশি টাকা পরিশোধ করতে হবে। কোন মৌলিক সমস্যার সমাধানের জন্য ১০০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত খরচ পড়ে। এগুলো বিকাশ কিংবা নগদের মাধ্যমে পরিশোধ করতে হয়।

পুরাতন আইডি কার্ড চেক - শেষ কথা

আজকের আর্টিকেলটির মাধ্যমে আপনাদেরকে পুরাতন আইডি কার্ড অনলাইনে কিভাবে চেক করতে হয় এ সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছি। কয়েকটি ধাপ অনুযায়ী এগুলো বিভক্ত করেছি কারণ একটি উপায় পছন্দ না হলে অন্য উপায়ে আইডি কার্ড চেক করতে পারেন।


আইডি কার্ড চেক করতে কত টাকা খরচ হয় এবং কি কি তথ্য লাগে সবগুলো এখানে দেওয়া রয়েছে। আশা করি কাঙ্খিত সমস্যার সমাধান জানতে পেরেছেন। বিভিন্ন অনলাইন এবং অফলাইন ইনকামের আপডেট তথ্যগুলো জানতে চাইলে আমাদের ওয়েবসাইটে চোখ রাখতে হবে।

একজন মানুষের প্রতিদিনের যে সকল তথ্যের প্রয়োজন পড়ে সবগুলো এখানে শেয়ার করার চেষ্টা করেছি। পোস্টটি থেকে উপকৃত হলে অবশ্যই নিকটস্থ আত্মীয় কিংবা বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এস এইচ টেক আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url