ই পাসপোর্ট হয়েছে কিনা চেক করার সঠিক নিয়ম

পুরাতন আইডি কার্ড চেক করার নিয়মআসসালামু আলাইকুম, আপনি কি ই পাসপোর্ট চেক করার সঠিক নিয়ম খুজতেছেন। আবেদন করার পর অনেকদিন হয়েছে কিন্তু বর্তমানে কোন পর্যায়ে রয়েছে এটা চেক করতে চান। তাহলে একদম সঠিক জায়গায় এসেছেন। এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে খুব সহজেই ই পাসপোর্ট কিভাবে চেক করবেন।
ই পাসপোর্ট হয়েছে কিনা চেক
আবেদনকারীরা জানতে চাচ্ছে কিভাবে ই পাসপোর্ট তৈরি করতে হয়। পাসপোর্ট এর বর্তমান স্ট্যাটাস। পাসপোর্টটি হাতে পেতে কত সময় লাগবে। এ ধরনের নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। তাদেরকে সঠিক তথ্য জানার জন্য এই ব্লগে ই পাসপোর্ট সম্পর্কে সকল তথ্য দিয়েছি।

ই পাসপোর্ট হয়েছে কিনা চেক - মূলভাব

পাসপোর্ট অনেক কার্যকরী একটি সনদপত্র। এটা ব্যবহারে বিশ্বের যে কোন দেশে যাওয়ার সুযোগ দেয়। বিভিন্ন সরকারি এবং বেসরকারি কাজের ক্ষেত্রে পাসপোর্ট এর চাহিদা অনেক বেশি। নতুন আবেদনকারীরা পাসপোর্ট সম্পর্কে ভালোভাবে জানার পর আবেদন করে। বাংলাদেশে দুই ধরনের পাসপোর্ট পাওয়া যায়।


প্রথমটি, পাসপোর্ট এবং দ্বিতীয়টি ই পাসপোর্ট। এগুলোর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। তবে নতুন গ্রাহকরা যারা ই পাসপোর্ট এর জন্য আবেদন করেছে। অনেকদিন হয়ে গেছে কিন্তু হাতে এখনো পায়নি। কিছু ভুল তথ্য থাকার কারণে আবেদন করার পরেও ই-পাসপোর্ট বাতিল করা হয়।

তো বন্ধুরা আসুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে, ই পাসপোর্ট হয়েছে কিনা চেক করার সঠিক নিয়ম জেনে নিই।

ই পাসপোর্ট কাকে বলে

ই পাসপোর্ট এর সম্পূর্ণ নাম ইলেকট্রনিক পাসপোর্ট। সাধারণ পাসপোর্ট এর তুলনায় এটা একটু আলাদা। তবে সাধারণ পাসপোর্ট এবং ই পাসপোর্ট একসঙ্গে রাখলে দুইটা একই মনে হবে। ২০২০ সালের জানুয়ারি মাসে ই পাসপোর্ট তৈরি করা শুরু হয়েছিলো। ই পাসপোর্টে উন্নত মানের তথ্যগুলো ব্যবহার করা হয়। এ কারণে আবেদনকারীর তথ্য গুলো সঠিক হতে হয়।

ই পাসপোর্ট এর কাজ কি

সাধারণ পাসপোর্ট দিয়ে যে সকল কাজ করা হয় ই পাসপোর্ট দিয়ে একই কাজ করে। তবে ই পাসপোর্ট এর ভেতরে প্রথম দুই পৃষ্ঠার তথ্যগুলো আলাদা হয়। পাসপোর্ট এর প্রথমে আবেদনকারীর সকল তথ্য লেখা থাকে। ই পাসপোর্ট এর ক্ষেত্রে একটি কার্ড ও অ্যান্টেনা থাকে। কার্ডের ভিতর একটি ক্ষুদ্র চিপ থাকে।

এখানে আবেদনকারীর সকল তথ্য সংরক্ষণ করা হয়। চিপটি দেখতে মোবাইলের সিমের মতো। ই পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের সকল দেশে যাতায়াত করতে পারবেন। মাস্টার কার্ড, ভিসা কার্ড এবং ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করে ডলার দিয়ে যেকোনো দেশ থেকে পণ্য ক্রয় বিক্রয় করতে পারবেন।

অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম

অনলাইনে ই পাসপোর্ট করা এখন পানির মত সহজ। শুধু মাত্র একটি স্মার্টফোন থাকলে এ কাজটি করতে পারবেন। পাসপোর্ট তৈরি করার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই কাজটি করতে হয়। গুগলে গিয়ে সার্চ করবেন "পাসপোর্ট" ১০ থেকে ১৫ টা ওয়েবসাইট দেখতে পাবেন এগুলোর মধ্যে সবার উপরের ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন।


যেহেতু ই পাসপোর্ট চেক করবেন তাই "স্ট্যাটাস চেক" এখানে প্রবেশ করবেন। এরপর একটি ফরম দেখতে পাবেন। এপ্লিকেশন আইডি নাম্বার লাগবে, যে এজেন্টের থেকেই আবেদন করেছেন তখন "ডেলিভারি স্লিপ" দিয়েছে।

সেখান থেকে অ্যাপ্লিকেশন নাম্বার, পাসপোর্ট নাম্বার, পরিচয়, নাম এই সব কিছু মনে রাখতে হবে। অ্যাপ্লিকেশন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে " চেক" অপশনে ক্লিক করলে ই পাসপোর্ট এর অনলাইন কপি দেখতে পাবেন।

ই পাসপোর্ট হয়েছে কিনা চেক

আমাদের মধ্যে যারা ই পাসপোর্ট আবেদন করেছি এবং ফিঙ্গারপ্রিন্ট যুক্ত করেছি। অনেকেই জানে না কিভাবে ই পাসপোর্ট এর বর্তমান স্ট্যাটাস চেক করতে হয়। এ জন্য সর্বপ্রথম গুগলের সার্চ করতে হবে "epassport.gov.bd" লিখে। ওয়েব সাইটে প্রবেশ করতে হবে। এখন অনেকগুলো অপশন দেখতে পাবেন, এগুলোর মধ্যে থেকে "CHECK STATUS" এখানে ক্লিক করতে হবে।
ই পাসপোর্ট হয়েছে কিনা চেক
সর্বপ্রথম অ্যাপ্লিকেশন আইডি দেওয়ার কথা বলা হয়েছে। আবেদনের সময় যে ডেলিভারি স্লিপ দিয়েছে সেখানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেওয়া আছে। দ্বিতীয় অপশন দিতে হয়েছে জন্ম তারিখ। আবেদনের সময় ব্যবহারকৃত জন্ম তারিখ এখানেও দিতে হবে।

"search" অপশনে ক্লিক করলে কি পাসপোর্ট এর বর্তমান স্ট্যাটাস সবগুলো দেখতে পাবেন। এই নিয়মে কাজ করলে খুব অল্প সময়ে করতে পারবেন।

মোবাইল দিয়ে চেক করুন ই পাসপোর্ট

মোবাইল দিয়ে ই পাসপোর্ট চেক করার জন্য, যে কোন একটি ব্রাউজারের যাবেন এবং সার্চ করবেন "www.epassport.gov.bd" অনেক ওয়েবসাইট আসবে এগুলোর মধ্যে সবার ওপরের ওয়েবসাইটে প্রবেশ করবেন।"মূল পাতা" থেকে check stasus" এখানে ক্লিক করবেন।


"Check application Status" চেক করার জন্য, "Online Registration" এবং "Application Id" এই দুইটার মধ্যে যে কোন একটা সিলেক্ট করবেন।"Application Id" এবং "Date of Birth" বসিয়ে "check"অপশনে ক্লিক করলে পাসপোর্ট এর বর্তমান স্ট্যাটাস দেখতে পাবেন।

এখানে ই পাসপোর্ট সম্পর্কে সকল বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। কোন তথ্য ভুল থাকলে পরবর্তীতে পরিবর্তন করতে পারেন।

ই পাসপোর্ট এর বর্তমান অবস্থা

  • Payment Verification - আবেদন করার পর, যে টাকা ব্যাংক এর মাধ্যমে পরিশোধ করেছেন। এটা ভেরিফিকেশন করা হচ্ছে।
  • Name Mismatch - আবেদন করার পর থেকে টাকা পরিশোধ করা পর্যন্ত কোথাও নাম ভুল হয়েছে।
  • Application is Pending on payment - অ্যাপ্লিকেশন করার পর যে পরিমাণ টাকা পরিশোধ করতে বলা হয়েছে। পেমেন্ট করার সময় কিছু ভুল পাওয়া গেছে।
  • Pending for Backend Verification - এই লেখাটি দেখলে বুঝতে হবে, সকল তথ্যগুলো কেন্দ্রীয়ভাবে চেক করা হচ্ছে। প্রত্যেকটি বিষয়ে ভালোভাবে চেক করার জন্য তাদের হেড অফিসে পাঠানো হয়। এজন্য ২-৫ দিন পর্যন্ত সময় লাগে। এখানে সবকিছু ঠিক হলে পরবর্তী ধাপের জন্য পাঠানো হয়।
  • In Printer Queue - সকল ভেরিফিকেশন সম্পূর্ণ করে এখন শুধুমাত্র পাসপোর্ট প্রিন্ট করা বাকি রয়েছে।
  • Printing Succeeded - পাসপোর্টটি সবকিছু চেক করে প্রিন্ট করে সম্পূর্ণরূপে তৈরি করা হয়েছে এবং পরবর্তী ধাপের জন্য পাঠানো। এখানে পাসপোর্ট এর সকল কোয়ালিটি চেক করা হয়।
  • Passport is ready - পাসপোর্ট তৈরি করা শেষ। আপনার ঠিকানায় পাঠানোর জন্য প্রস্তুত করা হয়েছে। অতি শীঘ্রই ডেলিভারি স্লিপ নিয়ে পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে বলেছে।

পাসপোর্ট চেক করতে কত টাকা লাগে

পাসপোর্ট তৈরি করার সময় অনেক টাকা খরচ হয়। পাসপোর্ট এর ধরন অনুযায়ী এর মূল্য নির্ধারণ করে। তবে সকল খরচ সহ একটি পাসপোর্ট তৈরি করতে ৫ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত খরচ লাগে। পাসপোর্ট চেক করার সময় কোন টাকা খরচ হয় না।

হাতে থাকা স্মার্টফোন, কম্পিউটার কিংবা ল্যাপটপে কাজটি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। অ্যাপ এবং ওয়েবসাইটের ক্ষেত্রে কোন টাকা লাগে না। অনলাইন কপি ডাউনলোড করার সময় প্রিন্ট করলে অল্প কিছু টাকা দিতে হবে।

ই পাসপোর্ট হয়েছে কিনা চেক - শেষ কথা

এই আর্টিকেলটিতে ই পাসপোর্ট হয়েছে কিনা চেক করার সঠিক নিয়ম জানিয়েছি। আশা করি কাঙ্খিত প্রশ্নের উত্তর গুলো জানতে পেরেছেন। আপনাদের সুবিধার্থে কয়েকটি উপায় বলেছি, একটি উপায় বুঝতে না পারলে অন্য উপায়ে কাজ করতে পারবেন। ব্লগটি পড়ার পর ই পাসপোর্ট সম্পর্কে কারোর কোন অজানা তথ্য থাকার কথা না।


নিত্য নতুন ইনকামের আপডেট তথ্য পেতে হলে আমাদের ওয়েবসাইটে চোখ রাখতে হবে। একজন মানুষ প্রতিদিন যে সকল কাজ করে এগুলোর মধ্যে অনেক তথ্য অজানা থাকে, উপকৃত হতে পারেন এমন কিছু পোস্ট এখানে শেয়ার করেছি। নিকটস্থ আত্মীয় কিংবা বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না কারণ একটি শেয়ারের কারণে অনেকেই সঠিক তথ্য জানতে পারবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এস এইচ টেক আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url