অনলাইনে কানাডা ভিসা চেক করার সঠিক নিয়ম

কাতার ভিসা চেক করার সহজ নিয়মআসসালামু আলাইকুম, আপনি কি কানাডা ভিসা চেক করার নিয়ম খুজতেছেন। অনেক জায়গায় খুঁজেছেন কিন্তু এখনো পর্যন্ত কাঙ্খিত প্রশ্নের উত্তরটি জানতে পারেনি। তাহলে চিন্তার কোন কারণ নেই কেননা এখানে কানাডা ভিসা কিভাবে চেক করতে হয় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সম্পূর্ণ কিছু জানতে হলে অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে।
কানাডা-ভিসা-চেক-করার-নিয়ম
যারা কানাডা যেতে চায় তাদের জন্য কানাডা ভিসা চেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে অনেকেই এই বিষয়গুলো নিয়ে সঠিক তথ্য খুঁজে। তবে অনেক সময় সঠিক তথ্য না পাওয়ার কারণে কাজটি সম্পন্ন করতে পারে না।

কানাডা ভিসা চেক করার নিয়ম - মূলভাব

একটি দেশ থেকে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ বিশ্বের বিভিন্ন দেশে কোন কাজের জন্য কিংবা ভ্রমণের জন্য গিয়ে থাকে। তবে আপনার মত যারা নতুন কানাডা ভিসার জন্য আবেদন করেছেন। আবেদনের কিছুদিন হয়ে যাচ্ছে কিন্তু ভিসা সম্পর্কে কোন তথ্য জানতে পারছেন না। অনেকেই রয়েছে যারা এই কানাডা ভিসা চেক করার জন্য ইমিগ্রেশন অফিসে যোগাযোগ করে।


বসে থাকা স্মার্টফোন ব্যবহার করে খুব সহজে চেক করতে পারবেন। তবে সঠিক নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। তো বন্ধুরা আসুন আপনাদের মূল্যবান সময় অযথা নষ্ট না করে আমরা মূল আলোচনা থেকে ফিরে যাই।

কানাডা ভিসা চেক করার পূর্বের সতর্কতা

অনেকেই কানাডা ভিসার জন্য আবেদন করে। আবেদন করার পর ভিসার অবস্থা জানতে হলে কোন থার্ড পার্টি অ্যাসোসিয়েশনের মাধ্যমে কোন ওয়েবসাইট দেয়। আসলে কোন থার্ড পার্টি ওয়েবসাইট দিয়ে ভিসা চেক করা কখনোই সম্ভব নয়। এগুলোতে যে সকল তথ্য থাকবে এগুলো বেশিরভাগ ভুয়া। এই ভুয়া ওয়েবসাইটগুলোর লিংক এর মধ্যে ঢুকলে দেখতে পারবেন।

এখানে শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার কথা বলা হয়েছে। আবার আপনার মোবাইল নাম্বার পাসপোর্ট নাম্বার এবং ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে চেক করতে বলে। এইভাবে কোন ওয়েবসাইটের লিংক আপনার কাছে দিলে বুঝতে হবে এগুলো সম্পূর্ণ ভুয়া। এগুলোতে ভিসা চেক করতে গেলে আপনার তথ্যগুলো চুরি হতে পারে।

কোন দালাল কিংবা ভুল এসোসিয়েশনের মাধ্যমে ভিসার আবেদন করতে গেলে এ সকল থার্ড পার্টি ওয়েবসাইট দেখতে পাবেন।তাই অবশ্যই কানাডা ভিসা তৈরি করার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখান থেকে ভিসা চেক করতে হবে।

কানাডা ভিসা আবেদনের জন্য কি কি লাগে

  • আবেদনকারীর সর্বনিম্ন বয়স হবে ১৮ বছর।
  • যে কোন দেশের নাগরিকত্ব আইন অনুযায়ী আইডি কার্ড থাকতে হবে।
  • পাসপোর্ট তৈরি করা অত্যন্ত জরুরী।
  • ব্যাংক একাউন্ট তৈরি করতে হবে।
  • ব্যাংকে যথেষ্ট পরিমাণ টাকা থাকার প্রয়োজন পড়বে।
  • ভিসা আবেদনের পূর্বে পাসপোর্টে উল্লেখ করতে হবে কি কাজের জন্য কানাডা ভিসা তৈরি করবেন।
  • পাসপোর্ট এর তথ্যের সঙ্গে ভিসার তথ্য সম্পূর্ণ মিল থাকতে হবে।
  • পাসপোর্টে একটি কারণ উল্লেখ করে কানাডা গিয়ে আবার অন্য কাজ করলে ভিসা সম্পূর্ণ বাতিল করা হবে।
উপরে উল্লেখিত তথ্য সঠিক দিলে। আবেদন করার নির্দিষ্ট সময় পর কোন ঝামেলা ছাড়া ভিসা পেয়ে যাবেন।

ভিসা চেক করার সময় কত টাকা খরচ হয়

ভিসা আবেদন করার সময় এবং আবেদন পর চেক করার সময় কোন নির্দিষ্ট পরিমাণ টাকা নির্ধারণ করা হয় না। এটা প্রতিনিয়ত বৃদ্ধি পায় এবং কমতে থাকে। এর জন্য ইমিগ্রেশন অফিসের যোগাযোগ করে তাদের থেকে পাসপোর্ট তৈরির জন্য কত টাকা খরচ হবে। ভিসা করার পর কত টাকা জমা দিতে হবে।


এছাড়াও যে সকল খরচ গুলো রয়েছে এগুলো তাদের থেকে জেনে নিবেন। তবে আবেদন করার পর আপনারা চাইলে কোন টাকা খরচ না করে হাতে টাকা স্মার্টফোন ব্যবহার করে ভিসা চেক করতে পারেন। আসতে না পারলে অবশ্যই নিকটস্থ কম্পিউটারের দোকানে গিয়ে খুব সহজে তাদেরকে অল্প পরিমাণ টাকা দিয়ে চেক করতে পারেন।

কানাডা ভিসা চেক করার নিয়ম

এখন আমরা দেখব কানাডা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিসার ধরন অনুযায়ী সঠিক নিয়মে কিভাবে চেক করব। কানাডা ভিসা সম্পর্কে যে সকল তথ্য হয়েছে সবগুলো এখান থেকে চেক করতে পারবেন।দুই ধাপে ভিসা চেক করতে পারবেন। কাজ করতে হয় এ টু জেড সবকিছু শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো।

GCKey Account দিয়ে ভিসা চেক

কানাডা ভিসা আবেদন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে। এগুলোর মধ্যে "GCKey Account" একটি মাধ্যম। আবেদন করার সময় একটি অ্যাকাউন্ট তৈরি করা হয় আপনার নামে। সেখানে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করা থাকে।"GCKey Account" এ প্রবেশ করার জন্য,
কানাডা-ভিসা-চেক-করার-নিয়ম
"https://clegc-gckey.gc.ca" এই লিংকে প্রবেশ করে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর ভিসার বর্তমান স্ট্যাটাস চেক করতে পারবেন।

ধাপঃ-১, কানাডা ভিসা চেক

কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে গুগল ক্রোম ব্রাউজারে যাবেন এবং সার্চ করবেন "www.canada.ca" এটা লিখে। সার্চ করার পর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন। এরপর "মেনুবার" খুঁজে বের করতে হবে। এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন এগুলোর মধ্যে থেকে দ্বিতীয় নম্বর অর্থাৎ "ইমিগ্রেশন এন্ড ক্লিয়ারেন্স" এখানে ক্লিক করবেন।
কানাডা-ভিসা-চেক-করার-নিয়ম
এখন অনেকগুলো অপশন দেখতে পারবেন এগুলোর মধ্যে থেকে "চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস" এখানে ক্লিক করতে হবে।

ধাপঃ-২, কানাডা ভিসা চেক

এভাবে আপনাকে বলতে হবে আপনার ভিসাটি কি ধরনের। অর্থাৎ কানাডাতে যে সকল ভিসার জন্য আবেদন করা হয় এবং কানাডা সরকার যেগুলো বৈধভাবে ঘোষণা করেছে এগুলোর মধ্যে যে কোন একটি অপশন বেছে নিতে হবে।
কানাডা-ভিসা-চেক-করার-নিয়ম
এগুলো ভিসা এপ্লিকেশন ফরম দেখে সিলেক্ট করবেন। এসব কিছু দেওয়া হলে নিচে দেখবেন "কন্টিনিউ" লেখা রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে আরও একটি ওয়েবসাইটের লিংক দেখতে পাবেন। লিংকটিতে প্রবেশ করার পর "Application id" এবং "UCI" নাম্বার দিয়ে লগইন করলে আরো নতুন একটি পেজেন যাবেন।

ধাপঃ-৩, কানাডা ভিসা চেক

ইতিপূর্বে অ্যাকাউন্ট করা থাকলে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। কোন একাউন্ট না থাকলে জিমেইল এবং পাসপোর্ট নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিবেন।
কানাডা-ভিসা-চেক-করার-নিয়ম
একাউন্টটি সম্পন্ন করার পর খুব সহজে পাসপোর্ট নাম্বার, এপ্লিকেশন নাম্বার দিয়ে ভিসার বর্তমান স্ট্যাটাস দেখতে পাবেন। ভিসা কোনভাবে বাতিল করা হলে এটাও দেখতে পারবেন।


সঠিক নিয়মে কাজ করতে চাইলে আপনাকে একটু পরিশ্রম করতে হবে। কোন থার্ড পার্টি ওয়েবসাইট ব্যবহার করে ভিসা চেক করতে গেলে সঠিক তথ্যটি দেখাবে না।

সহজ উপায়ে কানাডা ভিসা চেক

কানাডা ভিসা চেক করার জন্য, সার্চ করবেন "www.canada.ca" লিখে। সর্বপ্রথম যে ওয়েবসাইট আসবে এখানে প্রবেশ করবেন।"menu" বারে ক্লিক করবেন।"Immigration and citizenship" থেকে "Check your application Status" এখানে প্রবেশ করতে হবে।"What did you apply for?(required)" থেকে "wark permit" সিলেক্ট করে "Continue" তে ক্লিক করবেন।

"application status tracker" ওয়েবসাইটে প্রবেশ করে, "UCI" নাম্বার বসাবেন। একাউন্ট খোলা না থাকলে,"Create your accaunt"করবেন।আর অ্যাকাউন্ট থাকলে "Sign in" করতে হবে। এরপর, "passport number" এবং "application id" দিয়ে "search" এ ক্লিক করলে ভিসার বর্তমান অবস্থা দেখতে পাবেন।

কানাডা ভিসা চেক করার নিয়ম - লেখক এর শেষ কথা

আজকের আর্টিকেলটির মাধ্যমে আপনাদেরকে কিভাবে হাতে থাকা স্মার্টফোন এবং কম্পিউটার থেকে কানাডা ভিসা চেক করতে হয় এ বিষয়ে সঠিক তথ্য জানানোর চেষ্টা করেছি। আপনাদের সুবিধার জন্য বেশ কয়েকটি ধাপে বিভক্ত করে দিয়েছি ভিসা চেক করার উপায়। আশা করি এখান থেকে যেকোনো একটি নিয়ম অনুযায়ী কাজ করলে ভিসা চেক করতে পারবেন।


এবং অফলাইন ইনকামের আপডেট তথ্য পেতে চাইলে আমাদের ওয়েবসাইটে চোখ রাখতে ভুলবেন না। এছাড়াও একজন মানুষের প্রতিদিনের যে সকল তথ্যের প্রয়োজন পড়ে সবগুলো আমাদের এখানে শেয়ার করা হবে ইনশাল্লাহ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এস এইচ টেক আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url