সহকারী শিক্ষক পদে আবেদন পত্র লেখার নিয়ম ( আপডেট )

শিক্ষকের নৈমিত্তিক ছুটির আবেদন লেখার নিয়মআসসালামু আলাইকুম, আপনি কি সহকারী শিক্ষক পদে আবেদন পত্র লেখার নিয়ম খুজতেছেন। অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পরেও আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তরটি এখন পর্যন্ত জানতে পারেননি। তাহলে চিন্তা আর কোন কারণ নেই এখানে প্রত্যেকটি ধাপ অনুযায়ী সহকারী শিক্ষক পদে কিভাবে একটি সঠিক আবেদন পত্র লিখবেন শিখিয়ে দেওয়া হবে।
সহকারী-শিক্ষক-পদে-আবেদন-পত্র-লেখার-নিয়ম
বেশ কিছুদিন ধরেই আমি খেয়াল করে দেখছি মানুষ গুগলে সরকারি শিক্ষক পদে আবেদন পত্র লেখার নিয়ম খুঁজে। তাদের সুবিধার্থে বেশ কিছু নতুন নিয়ম আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। যেগুলো আপনার চাকরির ক্ষেত্রে অনেক কাজে লাগবে।

সহকারী শিক্ষক পদে আবেদন পত্র লেখার নিয়ম - মূলভাব

বর্তমানে প্রত্যেকটি সরকারি কিংবা বেসরকারি চাকরির জন্য। আগে থেকে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে হয়। এবং সর্বপ্রথম জানা দরকার যেই চাকরির জন্য আপনি আবেদন করবেন এই চাকরিটি আপনার জন্য কতটুকু উপযুক্ত হবে। এবং চাকরিটি করার সময় আপনার কোন ধরনের সমস্যা হতে পারে এবং প্রতিদিন আপনাকে কতগুলো কাজ করতে হবে।

একটি চাকরি করার পূর্বে এই বিষয়গুলো আপনার অবশ্যই জানা প্রয়োজন। এ সকল কিছু বিবেচনা করে দেখার পর আপনাকে চাকরির জন্য আবেদন করতে হবে। সেজন্য একটি সঠিক নিয়মে আবেদন পত্র লিখতে জানতে হবে। অনেক সময় ভালোভাবে আবেদনপত্র না লেখার জন্য চাকরি হয় না।


আজকে আপনাদেরকে এমন কিছু গোপন তথ্য জানাবো যেভাবে লিখলে প্রত্যেকটি চাকরিদাতা খুশি হয়ে যাবে। এবং প্রত্যেকটি সেক্টরের জন্য এবং শিক্ষক পদের যে সকল আবেদন পত্র প্রয়োজন হয় সেগুলো সব গুলো এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা আসুন আপনাদের মূল্যবান সময় অযথা নষ্ট না করে আমরা মূল আলোচনার দিকে ফিরে যাই।

শিক্ষক পদে আবেদন পত্র লেখার পূর্বের শর্তাবলী

যেই তারিখে যেই বছরে এবং যেই সময়ে আবেদন পত্রটি লিখছেন তার তারিখ লিখতে হবে। এরপর আপনাকে কার কাছে আবেদন পত্রটি লিখবেন। যদি প্রধান শিক্ষক হয় তাহলে লিখবেন বরাবর প্রধান শিক্ষক। এবং কলেজের প্রধান হলে লিখবেন প্রিন্সিপাল। এরপর কোন প্রতিষ্ঠানের হয়ে আবেদন পত্রটি লিখছেন উক্ত প্রতিষ্ঠানের নাম সম্পূর্ণটা লিখতে হবে।

বিদ্যালয় কিংবা কলেজটি কোন এলাকায় রয়েছে জেলা এবং থানার নাম লিখতে হবে। এরপর লিখতে হবে বিষয় এখানে লিখবেন সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন। যদি মহিলা হয় তাহলে লিখবেন মহোদয়া। পুরুষ হলে লিখবেন মহাদয়। এরপর আপনি কোথায় চাকরির খবরটি দেখেছেন এবং কবে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল।

এবং কি কারনে চাকরির জন্য আবেদন করছেন। আপনার নিজস্ব কোন তথ্য দিবেন এবং আপনার বিষয়ে বিস্তারিত ভালোভাবে আলোচনা করবেন। সব সময় মনে রাখবেন কখনোই ভুল তথ্য গুলো দিবেন না। এর পরবর্তীতে। আপনার নাম,আপনার বাবার নাম, মায়ের নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকা্না,

জন্মতারিখ, কোন দেশে বসবাস করেন জাতীয়তা লিখতে হবে এরপর আপনি কোন ধর্মের অনুসারী। সর্বশেষ আপনাকে আপনার শিক্ষাগত যোগ্যতা জানাতে হবে। উক্ত চাকরির জন্য আগে কোথাও কোনো অভিজ্ঞতা থাকলে সেগুলো জানাতে ভুলবেন না। পরিশেষে উক্ত চাকরি দাতার কাছে ভালোভাবে অনুরোধ করে বলবেন।


যেন আপনাকে এই চাকরিটি দেওয়া হয়। নিবেদনে আপনার নাম এবং কিছু সত্যায়িত কাগজপত্র জমা দিবেন। এই নিয়মেই একটি সঠিক সহকারী শিক্ষক পদে আবেদন পত্র লিখতে হয়।

প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে আবেদন পত্র লেখার নিয়ম

১৬ই মার্চ ২০২৪
বরাবর
প্রধান শিক্ষিকা,
ঘাটকোর সরকারি প্রাথমিক বিদ্যালয়
চট্টগ্রাম,ভোলা
বিষয়ঃ সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়ার জন্য আবেদন।

মহোদয়া,

৫ই মার্চ ২০২৪, রোজ শনিবার ' উইকিপিডিয়া বাংলা ' পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন দেখে জানতে পারলাম আপনার বিদ্যালয়ে একজন শিক্ষিকা নিয়োগ দেওয়া হবে। উক্ত পদের জন্য আমি একজন আগ্রহী পদপ্রার্থী। এ আলোকে আমার কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ আমার শিক্ষাগত যোগ্যতা আপনাকে ভালোভাবে বিশ্লেষণ করার জন্য দিলামঃ

১। নামঃ আফরিন আক্তার মিম
২। বাবার নামঃ আনিসুর সাহা
৩। মায়ের নামঃ আমিনা খাতুন
৪। স্থায়ী ঠিকানাঃ (নিজের)
৫। বর্তমান ঠিকানাঃ (নিজের)
৬। জন্ম তারিখঃ ১৫ ই আগস্ট ১৯৯৬
৭। জাতীয়তাঃ বাংলাদেশী
৮। ধর্মঃ ইসলাম
৯। শিক্ষাগত যোগ্যতাঃ

পরীক্ষার নাম    পাশের বছর    বিভাগীয় গ্রেড   জিপিএ    বোর্ড
এসএসসি          ২০০৮               A+                     5.00       বরিশাল
এইচ এস সি        ২০১০              A+                      5.00        বরিশাল
বিএ অনার্স          ২০১৪              B+                      4.00           কুমিল্লা
বিএড                  ২০১৬            দ্বিতীয়                                       কুমিল্লা

১০।অভিজ্ঞতাঃ একেই জানুয়ারি ২০১৭ থেকে একো ধারা প্রাথমিক বিদ্যালয় এ সহকারী শিক্ষক পদে কর্মরত রয়েছি।

আকুল নিবেদন, উপরের আমার যাবতীয় তথ্যগুলো ভালোভাবে বিচার বিবেচনা করার পর আপনার যদি মনে হয় আমি উক্ত পদের জন্য যথেষ্ট উপযুক্ত। তাহলে আমাকে উক্ত পদে চাকরিটি প্রদান করবেন। এই সাহায্যটি করলে আপনার প্রতি চির কৃতজ্ঞ থাকব।

নিবেদনে।
আফরিন আক্তার মিম
প্রত্যেকটি শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি।
নাগরিক সনদ এবং চারিত্রিক সনদ।
ব্যাংক স্টেটমেন্ট

সহকারী শিক্ষক পদে আবেদন পত্র লেখার নিয়ম

তারিখঃ ১ ই জানুয়ারি ২০০২২
বারবার,
মহাপরিচালক
মাধ্যমিক এবং উচ্চ বিদ্যালয় ও গণশিক্ষা অধিদপ্তর
বারিধারা,ঢাকা
বিষয়ঃ সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব,

সবিনয় নিবেদন এই যে, গত 12 ডিসেম্বর ২০২১ রোজ রবিবার। ' ঢাকা নিউজ ' পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিটির মাধ্যমে জানতে পারলাম, আপনার অধীনে সরকারি শিক্ষক পদে কিছু লোক নিয়োগ করা হবে। সে কথা শোনার পর আমিও উক্ত চাকরির প্রার্থী। আপনাকে বলব না যে আমার সকল কিছু না জেনেও আমাকে চাকরি দিবেন।

আমি উক্ত পদে চাকরির জন্য আমার যত ধরনের তথ্য রয়েছে এর পাশাপাশি আমার শিক্ষাগত যোগ্যতা চারিত্রিক সনদ এবং নাগরিকত্ব সবকিছু তুলে ধরলাম। এগুলো ভালোভাবে বিশ্লেষণ করে দেখবেন।

১। নামঃ (নিজের নাম)
২। পিতার নামঃ ( আপনার )
৩। মাতার নামঃ( আপনার )
৪। স্থায়ী ঠিকানাঃ (নিজের)
৫। বর্তমান ঠিকানাঃ( নিজের )
৬। জন্ম তারিখঃ ( আপনার )
৭। জাতীয়তাঃ ( নিজ )
৮। ধর্মঃ ( নিজ )
৯। শিক্ষাগত যোগ্যতাঃ

পরীক্ষার নাম    বছর    গ্রেড    বোর্ড
এস এস সি          *          *           *
এইচ এস সি        *          *           *
বিএ অনার্স          *          *           *

১০। অভিজ্ঞতাঃ বিগত তিন বছর ধরে একটি বেসরকারি কলেজে কর্মরত রয়েছে। এবং সেখানে বেতন কম হওয়ার কারণে আমি এখন সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন করছি।

অতএব, উপরে যাবতীয় তথ্যগুলো ভালোভাবে বিশ্লেষণ করার পর অনুগ্রহ করে আমাকে উক্ত পদে নিয়োগের জন্য বিবেচনা করে দেখবেন। এই আবেদন পত্রটি গ্রহণ করলে আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব।

বিনীত নিবেদক
[ প্রার্থীর নাম ]
সংযুক্তঃ সকল শিক্ষাগত যোগ্যতার, নাগরিকত্ব সনদপত্র, চারিত্রিক সনদপত্র, অভিজ্ঞতা সনদ, পত্র নাগরিকত্ব প্রমাণপত্র, এবং দুই কপি সত্যায়িত ছবিসহ আরো কিছু জরুরী নিজস্ব তথ্যের সত্যায়িত কপি।

আশা করি একটি চাকরির আবেদন পত্র কিভাবে লিখতে হয় আপনাদেরকে সঠিক ধারণা দিতে পেরেছি।

কেন শিক্ষক পদে চাকরির জন্য আবেদন করবেন

উক্ত তথ্যগুলো আপনার যে কোন চাকরি ক্ষেত্রে অনেকটাই কাজে লাগবে। কেননা যখনই কোন চাকরি করতে যাবেন সর্বপ্রথম আপনাকে চাকরির সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং চাকরির জন্য আবেদন করতে হবে। আবেদন করতে হলে সর্বপ্রথম আপনাদের জানা প্রয়োজন কিভাবে একটি চাকরির জন্য সঠিক নিয়মে আবেদন পত্র লিখতে হবে।


বাংলাদেশের প্রায় যে সকল চাকরি রয়েছে তাদের মধ্যে সবগুলোই এই একই ধরনের নিয়মে আবেদন পত্র লিখতে হয়। শুধুমাত্র চাকরির ধরন আপনার শিক্ষাগত যোগ্যতা এবং তথ্যগুলোর কম বেশি হয়ে থাকে। উক্ত আর্টিকেল থেকে আপনারা সকল চাকরির জন্য আবেদন পত্র লিখতে পারবেন এখন থেকে আশা করি।

সহকারী শিক্ষক পদে আবেদন পত্র লেখার নিয়ম - শেষ কথা

আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনাদেরকে সরকারি শিক্ষক পদে আবেদন করার জন্য কিভাবে একটি সঠিকভাবে আবেদন পত্র লিখবেন এ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাঙ্খিত প্রশ্নের উত্তর গুলো এখান থেকে জানতে পেরেছেন।

আর এমন নিত্য নতুন গুরুত্বপূর্ণ তথ্য যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে প্রতিদিন চোখ রাখবেন। কেননা আমাদের এখানে প্রতিদিনই এমন তথ্য শেয়ার করা হয়। যা আপনার নিত্যদিনের অজানা তথ্যগুলো জানতে সাহায্য করবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এস এইচ টেক আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url