গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন ও উত্তর এ টু জেড

কোয়ালিটি কন্ট্রোলার ইন্টারভিউ প্রশ্নআসসালামু আলাইকুম, আপনি কি গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন ও উত্তর খুজতেছেন। এ বিষয় নিয়ে এখনো পর্যন্ত অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছেন কিন্তু আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তরটি জানতে পারেননি। তাহলে আপনারা চিন্তা করার কোনো কারণ নেই কেননা আজকের আর্টিকেলটিতে গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন উত্তর সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে।
গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন ও উত্তর
বর্তমান সময়ে যারা গার্মেন্টসে রয়েছে তারা গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন উত্তর খুঁজে থাকে। এগুলো তাদের চাকরির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আপনি যদি একজন গার্মেন্টস কর্মী হন তাহলে এই আর্টিকেলটি শুধু মাত্র আপনার কাজের জন্য।

গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন ও উত্তর - মূলভাব

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খাত হচ্ছে গার্মেন্টস। এখানে বাংলাদেশের প্রায় 30% জনগণ কাজ করে। এবং প্রতিদিন নতুন নতুন কর্মী নিয়োগ দেয় প্রত্যেকটি গার্মেন্টস। এখন আপনি যদি নতুনভাবে একটি গার্মেন্টসে চাকরি করার জন্য আবেদন করেন। তাহলে সর্বপ্রথম আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে।

চাকরিতে যুক্ত হওয়ার পূর্বে আপনাকে একটি ভাইভা নিবে। সেখানে আপনি যদি খুব সুন্দর ভাবে সকল প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার চাকরি হতে পারে। এই ভাইবা দেওয়ার জন্য সর্বপ্রথম প্রয়োজন সঠিক প্রশ্ন এবং উত্তর। আজকের এই আর্টিকেলটি এমন ভাবে তৈরি করা হয়েছে যারা গার্মেন্টস সম্পর্কে কিছু বোঝেনা।


এবং নতুন গার্মেন্টস চাকরির জন্য আবেদন করবে তাদের জন্য। একেবারে বেসিক নিয়ম থেকে শুরু করে বিস্তারিত সকল প্রশ্নের উত্তর আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রথমে যদি কঠিন কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে আপনারা কোন ভাবে বুঝতে পারবেন না।

আমারে ব্লগ টি দেখার পর পরবর্তীতে আপনি অন্য মানুষকে শেখাতে পারবেন এমন ভাবে কিছু তথ্য আপনাদেরকে শিখাবো। তো বন্ধুরা আসুন আপনাদের মূল্যবান সময় অযথা নষ্ট না করে আমরা মূল আলোচনার দিকে ফিরে যাই।

কোয়ালিটিতে চাকরির জন্য কি কি কাগজ লাগে

চেয়ারম্যান সার্টিফিকেট। এটা হচ্ছে আপনি যে এলাকায় বসবাস করেন উক্ত এলাকার চেয়ারম্যান আপনাকে একটি সনদপত্র দিবে। আপনাকে সে চিনি এবং আপনার সম্পর্কে তথ্য জানে সেই মর্মে আপনাকে একটি সনদপত্র দিবে। অর্থাৎ আপনার এলাকায় আপনি ভালো কাজ করেন না খারাপ কাজ করেন এ সম্পর্কে চেয়ারম্যান আপনাকে সনদপত্র প্রদান করবে।

এরপর পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি লাগবে। এর পাশাপাশি সর্বমোট তিন কপি স্ট্যাম্প সাইজ ছবি লাগবে। অবশ্যই ছবির ব্যাকগ্রাউন্ড নীল কালার হতে হবে। ছবিতে শার্ট পরা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার সকল ধরনের সনদপত্র। অবশ্যই ফটোকপি লাগবে। অনেক জায়গায় দেখা যায় ফটোকপি এর পাশাপাশি আপনাকে অরজিনাল কপিও নিজের কাছে রাখতে হবে।


কেননা যখন আপনি গার্মেন্টসের গেটে দাঁড়াবেন তখন আপনাকে দেখার জন্য কোয়ালিটি ইন্সপেক্টররা আসবে। তারা আপনার অরজিনাল শিক্ষাগত যোগ্যতা দেখবে কেননা ফটোকপিতে অনেক সময় ভুল তথ্য দেওয়া থাকে। অর্থাৎ ফটোকপি তারা নিবে এবং মুলকপি শুধুমাত্র দেখবে। যদি আপনার এনআইডি কার্ড থাকে তাহলে এটি নিয়ে যাবেন।

অবশ্যই ফটোকপি হতে হবে। অনেক সময় দেখা যায় অনেকের এন আই ডি কার্ড না হতেই গার্মেন্টসে চাকরির জন্য আবেদন করেন। সে ক্ষেত্রে আপনাদেরকে জন্ম নিবন্ধনের ফটোকপি দেখাতে হবে। জন্ম নিবন্ধন হতে হবে অনলাইন কপি।

গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন উত্তর এর শর্তাবলী

আপনি যখন কোন প্রতিষ্ঠানে চাকরির জন্য যাবেন অবশ্যই আপনাকে সকাল ৭:৩০ এর আগে উপস্থিত হতে হবে। যখন চাকরির একটি পদের জন্য বিজ্ঞাপন দেয়া হয় তখন অনেক মানুষ সেখানে গিয়ে জমা হয়। তাই সকালে গেলে আপনার সিরিয়াল সবার আগে থাকবে। সেখানে কিছু লোক আপনার কাছে আসবে অনেক সময় যারা কোয়ালিটি রয়েছে তারাও আসতে পারে।


নিজের মাথার চুল সবসময় গোছালো রাখবেন। অনেক সময় দেখা যায় বর্তমান সময়ের ছেলেরা মাথার চুল অন্যভাবে কাটে এবং এর পাশাপাশি চুলে রং করে। একজন গার্মেন্টস ইন জাস্ট যখন এ ধরনের কিছু কোন মানুষের মধ্যে খুঁজে পাই তখন সে মনে করে ছেলেটি ভালো না। এজন্য অনেকের চাকরি হয় না।

অবশ্যই যাওয়ার সময় একটি প্যান্ট এবং টি-শার্ট পড়বেন। গেঞ্জি পরে যদি এলোমেলোভাবে জান তাহলে কিন্তু আপনাকে বাতিল করা হতে পারে। সবচেয়ে উপযুক্ত উপায় হচ্ছে একটি জুতা পড়বেন। এর পাশাপাশি প্যান্ট এবং শার্ট গোছালো করবেন এবং মাথার চুল সবসময় সুন্দর করে রাখার চেষ্টা করবেন।

অনেকেই রয়েছে যারা চাকরি প্রথমেই এমন কিছু ভুল করে এর ফলে তার বেতন খুবই কম হয়। প্রথমেই আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি কি কোথাও চাকরি করেছিলেন। তখন আপনি যদি চাকরি করেন তাহলে বলবেন করেছিলাম এবং যদি নাও করেন তাহলে বলতে হবে করেছি কিন্তু কথাটা মিথ্যা হলেও এটা আপনার বেতন বাড়ানোর জন্য অনেক বড় ভূমিকা পালন করে।


যে কোন প্রতিষ্ঠান তাদের কোম্পানিতে একজন দক্ষ লোক নিয়োগ দেওয়ার চেষ্টা করে এবং এর বেতন সব সময় বেশি দেয়। এরপর আপনাকে বলবে আপনি যে আগের কোম্পানিতে চাকরি করেছিলেন তার মালিকের নাম কি এবং ম্যানেজারের নাম কি। তখন আপনাকে একটি যেকোন নাম বলে দিতে হবে। কেননা তারা কখনোই এটা নিয়ে বেশি চিন্তা-ভাবনা করে না।

গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন ও উত্তর

প্রথমে সালাম দিয়ে ভিতরে প্রবেশ করবেন। তারপর উক্ত অফিসাররা আপনাকে বসতে বলবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা দেখতে চাইবে। এখানে আপনার সকল কাগজপত্র জমা দিবেন। এরপর আপনাকে বলা হবে আপনি কার মাধ্যমে এই কোম্পানিতে চাকরি করতে এসেছেন। আপনি বলবেন আমি নিজে এখানে এসেছি।
গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন ও উত্তর
পরবর্তীতে আপনাকে বলা হবে আপনি কোন বিভাগে কাজ করার জন্য ইচ্ছুক। আপনি তখন বলবেন আমি কোয়ালিটি বিভাগের চাকরি করতে চাই। তারপর প্রশ্নকর্তা কিছু প্রশ্ন করবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাকে কিছু ইংরেজি ওয়ার্ড বলবে সেখান থেকে আপনাকে বাংলাতে বলে দিতে হবে।

আগে কোথাও চাকরি করলেও বলবেন চাকরি করেছি এবং যদি কখনো যাকে এই ধরনের চাকরি না করেন তাহলেও বলতে হবে আমি দুই বছর ধরে অন্য আরেকটি ফ্যাক্টরিতে চাকরি করেছি।knit/Denim এই দুটির মধ্যে কোথায় চাকরি করেছেন ? প্রথমেই আপনাদেরকে বলে রাখি knit গেঞ্জি ফ্যাক্টরি আর Denim হচ্ছে এবং প্যান্টের ফ্যাক্টরি।

তারপর বলবে কোন সেকশনে চাকরি করতে চান। তারপর আপনার ইচ্ছামত বলবেন আমি ফিনিশিং কোয়ালিটি চার্জ হিসেবে কাজ করতে চাই। কিংবা সুইং কোয়ালিটি হিসাবে। অথবা বলবেন আমি কোয়ালিটি কন্ট্রোলার হতে চাই। এর পাশাপাশি যদি কাটিং সেকশনে কাজ করতে চান তাহলে তার নাম বলবেন।


তো আমি এখন আপনাদেরকে বলবো আপনারা সব সময় showing কোয়ালিটিতে কাজ করতে চাইবেন কেননা এখানে কাজ করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এরপর আপনাকে পাঠাবে কোয়ালিটি ডিপার্টমেন্টে। সেখানে যাওয়ার পর আপনার থেকে কিছু পরীক্ষা নেবে। সেটা হতে পারে মৌখিক টেস্ট কিংবা লিখিত।

অনেক অফিসে দুই ভাবেই পরীক্ষা নেওয়া হয়। তারা একেবারে কমন সাধারন প্রশ্নগুলো করে প্রশ্নগুলো আপনারা খুব মনোযোগ সহকারে পড়বেন।
  1. কোয়ালিটি কাকে বলে? কোন গার্মেন্টসের গুণগত মানকে মূলত কোয়ালিটি বলা হয়।
  2. Q.I এর অর্থ কি? কোয়ালিটি ইন্সপেক্টর কে কিউ আই বলা হয়।
  3. কোয়ালিটি ইন্সপেক্টর কাকে বলে? প্রত্যেকটি গার্মেন্টস এর যে সকল পণ্য রয়েছে সেগুলোর গুণগত মান যাচাই করাকে কোয়ালিটি ইন্সপেক্টর বলে।
  4. ডিফেক্ট কত প্রকার? আপনার এক কথা বলে দিবেন ডিফেক্ট মূলত তিন প্রকার হয়ে থাকে। এক নম্বর মাইনর দুই নাম্বার মেজর তিন নাম্বার ক্রিটিকাল।
  5. মাইনোর ডিফেক্ট কাকে বলে? যেই ডিফেক্ট সাধারণত চোখে ধরা পড়ে না তাকে মাইনর ডিফেক্ট বলা হয়।
  6. মেজর ডিফেক্ট কাকে বলে? কোন পণ্য ডেলিভারি দেওয়ার পর উক্ত গ্রাহক যদি ওই পণ্যের কোন খারাপ দিক দেখিয়ে দেয় তাকে মেজর ডিফেক্ট বলা হয়।
  7. ক্রিটিক্যাল ডিফেক্ট কাকে বলে? গ্রাহকের বলা অনুযায়ী যে ধরনের ভুল আপনাদের পণ্যে রয়েছে এবং রপ্তানি করার সময় সকল সমস্যাগুলো ধরিয়ে দেওয়া এবং কোন কিছু অনেক বড় ক্ষতি হওয়া কে ক্রিটিকাল ডিফেক্ট বলা হয়।
  8. SPI এর সম্পূর্ণ অর্থ কি? আপনি বলবেন স্টিচ পার ইঞ্চি। অর্থাৎ 1 ইঞ্চিতে কতগুলো সেলাই করা হয়। এ প্রশ্নটা আপনাদেরকে একটু ঘুরিয়ে করতে পারে।SPC= Stritch per Ceam। অর্থাৎ এক সি এম এ কতগুলো সেলাই করা যায়।
  9. DHU কাকে বলে? ডিফেক্ট পার হান্ড্রেড ইউনিট হঠাৎ একটা বডির মধ্যে কতগুলো সমস্যা রয়েছে তাকে ডি এইচ ইউ বলা হয়।
  10. DHU এর ক্যালকুলেশন বলো? ৯০ অলটার *১০০/টোটাল চেক ১২০০=৭.৫০ DHU. অর্থাৎ কতগুলো সমস্যা , সমস্যা গুলোকে ১০০ দিয়ে গুন করবেন। এবং কত ফিট বডি চেক করেছেন সেটা দিয়ে ভাগ করবেন।
  11. AQL এর অর্থ কি? Accertable Quality Level.
  12. এরপর আপনাকে বলা হবে কয়েকটি বায়ারের নাম বলেন? আপনি বলবেন H&M.NEXT,ROSAE,ROSIN,LOTTO,NIKE,KGS.WALMART।
  13. শার্টের কোন অফিসে ইন্টারভিউ দিতে গেলে আপনাকে প্রশ্ন করতে পারে। শার্টের মাস্টার পার্ট কোনটি? আপনি বলবেন ব্যাক ইউক কে শার্টের মাস্টার পার্ট বলা হয়।
  14. প্যান্টের অফিসে ইন্টারভিউ দিতে গেলে আপনাকে যে ধরনের প্রশ্ন করবে। জিপার কত প্রকার অর্থাৎ চেইন কত প্রকার? আপনি বলবেন চেন সাধারণত তিন প্রকার একটি হচ্ছে মেটাল, চেইন প্লাস্টিক চেইন এবং ভেপলুন চেন।
  15. চেনের কয়টি অংশ থাকে? চেনের সর্বমোট পাঁচটি অংশ থাকে। Runner,Pullar,Stoper,Teeth.Elastic.
  16. এল বি এস কাকে বলে? আপনি বলবেন লেকিন ব্যালেন্স সিস্টেম কে এল বি এস বলা হয়।
  17. ই পি জেড এর অর্থ কি? এক্সপার্ট প্রসেসিং জনকে মূলত ই পি জেড বলা হয়।
  18. BGMEA কাকে বলা হয়? বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার এন্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন কে বি জি এম ই এ বলা হয়।
  19. কিছু ডিফেক্ট এর নাম বলুন? স্কিপ স্টিচ, ব্রোকেন স্টিচ, ডাউন স্টিচ, জয়েন্ট স্টিচ, রান অফ স্ট্রিস, শর্ট স্টিচ, ওপেন ইস্টিস, শেয়ারিং।
  20. আপনি কি মেজারমেন্ট করতে পারেন? যদি এ সম্পর্কে জানেন তাহলে বলবেন যে আমি এ সম্পর্কে জানি আর যদি না জানেন তাহলে কিছু বলা দরকার নেই।
একটি গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন ও উত্তর সাধারণত এ ধরনের হয়ে থাকে। আপনাদেরকে এমন ভাবে।বোঝানোর চেষ্টা করছি যেন এ সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে জানা থাকলে আপনি খুব সহজেই গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন উত্তর পর্বতে পাশ করতে পারবেন।


আর সঠিকভাবে যদি ইন্টারভিউ দিতে পারেন তাহলে আপনার চাকরি উন্নত মানের হবে এবং আপনার বেতন বেশি হবে। ইন্টারভিউ দিয়ে যাওয়ার আগে আমার এই প্রশ্নগুলো ভালোভাবে মুখস্ত করবেন তাহলে আপনার ইন্টারভিউ তে এ ধরনের প্রশ্ন আসতে পারে ইনশাল্লাহ। বেশিরভাগ সময় এ ধরনের প্রশ্ন ইন্টারভিউতে ধরা হয়।

গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন ও উত্তর - শেষ কথা

আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনাদের কে গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন উত্তর জানানোর চেষ্টা করেছি। আশা করি আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তর গুলো জানতে পেরেছেন। অন্যের সুবিধার্থে আপনার নিকটস্থ আত্মীয় কিংবা বন্ধুদের মধ্যে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না।

এমন নিত্যনতুন গুরুত্বপূর্ণ তথ্য যদি প্রতিদিন পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন চোখ রাখবেন। এখানে এমন তথ্য প্রতিদিন শেয়ার করা হয় যা আপনার নিত্যদিনের অজানা তথ্য জানতে সাহায্য করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এস এইচ টেক আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url