ফাউমি মুরগি কত দিনে ডিম দেয় - সঠিক তথ্য জানুন

প্রতিদিন ৫০০ থেকে ১০০০ টাকা ইনকাম করুন খুব সহজেআসসালামু আলাইকুম, আপনি কি ফাউমি মুরগি কত দিনে ডিম দেয় এ সম্পর্কে কিছু সঠিক তথ্য খুজতেছেন। অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছেন কিন্তু আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তরটি এখনো পর্যন্ত জানতে পারেননি। তাহলে আজকের আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য। কেননা এখানে আপনাদেরকে ফাউমি মুরগি কত দিনে ডিম দেয় এবং এ সম্পর্কে বিস্তারিত জানাবো।
ফাউমি মুরগি কত দিনে ডিম দেয়
বর্তমান সময়ে অনেকেই রয়েছে যারা ফাউমি মুরগি সম্পর্কে জানতে চায়। এখন সম্পূর্ণ আর্টিকেলটি যদি মনোযোগ সহকারে পড়েন তাহলে ফাউমি মুরগি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। যারা এ বিষয়ে আগ্রহী তারাই শুধুমাত্র পোস্টটি পড়ুন।

ফাউমি মুরগি কত দিনে ডিম দেয় - মূলভাব

যারা নতুন উদ্যোক্তা এবং খামারে রয়েছে তারা কিন্তু ফাউমি মুরগি কে ডিমের রাজা বলেন। অন্যান্য মুরগীরা যেখানে কিছু পরিমাণ ডিম পাড়ার পর আর ডিম দেয় না অন্যদিকে এই ফাউমি মুরগি অনেকদিন পর্যন্ত ডিম দেয়। যার জন্য বর্তমান সময়ে অনেকেই নতুন করে এই মুরগি পালনের জন্য আগ্রহী হচ্ছে।

আবার অনেকেই এই মুরগি লালন পালন করে সফলতার মুখ দেখেছেন। এই মুরগিটি অন্যান্য মুরগির তুলনায় একটু কম পালন করা হয় কেননা এই মুরগির কথা বাংলাদেশের বেশিরভাগ মানুষই জানে না। আজকে আপনাদের সাথে ফাউমি মুরগির গোপন কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। এখানে আপনারা জানতে পারবেন।


এই মুরগির টি কত দিনের ডিম দেয় এবং প্রত্যেকটি মুরগির জন্য প্রতিদিন কত টাকার করে খাবার লাগে। এবং কতদিন পর্যন্ত ডিম দেয়। এর পাশাপাশি কতগুলো মুরগি থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করা যায় এ সকল বিষয়ের আপনাদেরকে কিছু একটা ধারণা দেওয়ার চেষ্টা করব।

যেন আপনারা পরবর্তীতে নিজেরা উদ্যোক্তা হয়ে একটি ফাউমি মুরগির খামার তৈরি করতে পারেন। তো বন্ধুরা আসুন আপনাদের মূল্যবান সময় অযথা নষ্ট না করে আমরা মূল আলোচনার দিকে ফিরে যাই।

ফাউমি মুরগি কোথায় পাওয়া যায়

আপনারা হয়তোবা অনেকেই জানেন না এই মুরগিটি কিন্তু বাংলাদেশী কোন মুরগি নয়। এটা মিশরীয় এক ধরনের মুরগি। আপনার এলাকার আশপাশে যদি ভালোভাবে খোঁজ করেন তাহলে যারা এটা লালন পালন করে না তাদের কাছে কখনোই এই মুরগির ডিম বা বাচ্চা পাবেন না। অনেক এলাকায় দেখা যায় যারা শখ করে দুই একটি মুরগির ডিম নিয়ে আসে।

এবং তারপর বাচ্চা লালন পালন করার পর একটি খামার তৈরি করে। আপনি চাইলে যেখানে ফাউমি মুরগির খামার রয়েছে সেখান থেকে কোন ডিম সংগ্রহ করে অথবা বাচ্চা মুরগি সংগ্রহ করে সঠিক নিয়মে একটি খামার তৈরি করতে পারবেন।

আসল ফাউমি মুরগি চেনার উপায়

এই মুরগিটি মূলত আমাদের দেশি মুরগির মতনই দেখতে। কিন্তু এর রং সকল মুরগির প্রায় এক ধরনের হয়ে থাকে। এই মুরগিটির ওজন খুব কম এবং এর গলার সাইটে সাদা রঙের এবং এর পিছন সাইডে কালো দোরাকাটা দাগ রয়েছে। এই কালারের যে সকল মুরগি রয়েছে এগুলো অরিজিনাল মিশরীয় ফাউমি মুরগি।


অনেক ব্যবসায়ীরা রয়েছে যারা অতিরিক্ত লাভের আশায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে এই কালার ছাড়াও অন্য রঙের মুরগি পাওয়া যায়। আপনারা কিন্তু কখনোই বিশ্বাস করবেন না। ভালোভাবে পরীক্ষা করার পর জানা গেছে আসল ফাওমি মুরগির কালার সাদা এবং কালো।

ফাউমি মুরগি পালন করার নিয়ম

সর্বপ্রথম আপনাকে মুরগি পালন করার জন্য একটি ঘর নির্মাণ করতে হবে। ১০০ টা মুরগি পালনের জন্য ৩০ হাত পরিমাণ লম্বা এবং ২০ হাত পরিমাণ চওড়া একটি ঘর নির্মাণ করতে হবে। ঘরটি অবশ্যই ভালোভাবে চারিদিক দিয়ে ঘেরা থাকতে হবে। ইটের দেয়াল তুলে উপরে সিমেন্টের টিনের চালনি অথবা খড় দ্বারা তৈরি চালনি তৈরি করতে হবে।

অবশ্যই আপনাকে মনে রাখতে হবে মুরগির যেন কোনোভাবেই গরম না লাগে। এর জন্য গরমের সময় আপনাকে ফ্যানের ব্যবস্থা করতে হবে। ঘর তৈরি করার পর আপনাকে ডিম অথবা ছোট বাচ্চা সংগ্রহ করতে হবে। ছোট বাচ্চাদের অবশ্যই বোর্ডিং করে রাখতে হবে। গরমের সময় সর্বোচ্চ 15 দিন পর্যন্ত বোর্ডিংয়ে বাচ্চা রাখতে হবে।

এবং শীতের সময় সর্বোচ্চ একমাস রাখতে পারবেন। এরপর আস্তে আস্তে আপনাকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ খাবার খাইয়ে ধীরে ধীরে বড় করে তুলতে হবে। এই নিয়মে আপনি মুরগি পালন করতে পারবেন।

ফাউমি মুরগি কত দিনে ডিম দেয়

এই মুরগিটি কত দিনে ডিম দিবে এটা শুধুমাত্র নির্ভর করে উক্ত খামারের পরিচর্যার উপর। অনেকে রয়েছে যারা মুরগিকে ভালোভাবে খাবার দেয় না এবং সঠিক নিয়মে ভিটামিন এর পাশাপাশি ভ্যাকসিন করে না তাদের মুরগিগুলো অনেক ছোট ছোট হয়ে থাকে। আর আপনারা হয়তো জানেন ছোট মুরগি কখনোই খুব তাড়াতাড়ি ডিম দিবে না।
ফাউমি মুরগি কত দিনে ডিম দেয়
বাচ্চা কেনার পর আপনাকে প্রথম একমাস ভালোভাবে খাবার খাওয়ানোর পর ছোট জায়গা থেকে বড় জায়গায় নিয়ে যেতে হবে অর্থাৎ তাদেরকে হাঁটাচলা করার মত পরিবেশ করে দিতে হবে এর ফলে মুরগি তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। এরপর যখন মুরগিগুলোর বয়স চার থেকে পাঁচ মাস দেখা যাবে। তারপর আস্তে আস্তে মুরগিগুলো ডিম দেওয়া শুরু করবে।


কিন্তু ডিম দেওয়ার সঠিক সময় হচ্ছে জন্ম থেকে ৫ মাস ১৫ দিন পর থেকে। তবে পরিচয় যার উপর নির্ভর করে কেউ ভালো পরিচর্যা করলে তার মুরগিগুলো সর্বোচ্চ পাঁচ মাস পর থেকে ডিম দেওয়া শুরু করে। এবং যারা পরিচর্যা কম করে তাদের মুরগি সর্বোচ্চ 8 থেকে 9 মাস পর থেকে ডিম দেয়।

ফাউমি মুরগি পালনের সঠিক নিয়ম

যারা নতুন উদ্যোক্তা রয়েছে তারা সর্বপ্রথম খুব অল্প পরিমাণ মুরগি থেকে পরবর্তীতে নিজের খামারটি আরো বৃদ্ধি করার চেষ্টা করে। যদি ১০০ টি মুরগি লালন পালন করেন তাহলে আপনাকে ৭০ টা মুরগির ডিম দেওয়ার জন্য রাখতে হবে এবং ৩০ টা মোরগ রাখতে হবে।

এভাবে মোরগ এবং মুরগির সমন্বয়ে ডিম উৎপাদন করা হয়। ৭০ টা মুরগির মধ্যে প্রতিদিন গড়ে ৫০ টা মুরগি ডিম দিবে।

ফাউমি মুরগি কতদিন পর্যন্ত ডিম দেয়

যারা বিশেষজ্ঞ খামারি রয়েছে তাদের মতামত অনুযায়ী ডিম দেওয়া যখন থেকে শুরু করে তার পরবর্তী ১৮ মাস পর্যন্ত অর্থাৎ এক বছর চার মাস ডিম দেয়। তবে মুরগির অসুস্থতা এবং বিভিন্ন সমস্যার কারণে মাঝে মাঝে ডিম দেওয়া বন্ধ থাকতে পারে। অনেকে বলে কোন প্রকার বিরতি ছাড়া ১৫ মাস ডিম দিয়ে থাকে এই মুরগি।

এর সবচেয়ে বড় লাভ হচ্ছে ডিম দেওয়ার সময় মুরগি কখনই বাচ্চা উঠানোর চিন্তা করে না এর জন্য দীর্ঘদিন ডিম দিতে পারে। এই মুরগিটি বছরে ২৪০ থেকে ২৬০ টা পর্যন্ত ডিম দিয়ে থাকে। যেখানে অন্যান্য মুরগি দেখা যায় বছরে মাত্র ১০০ থেকে ১৫০ টি ডিম দেয় সেক্ষেত্রে ফাউমি মুরগি অনেক এগিয়ে রয়েছে।

ফাউমি মুরগি পালনের খাবার খরচ

এই মুরগির খাবার খরচ অন্যান্য বয়লার মুরগির থেকে অনেক কম। প্রতিদিন একটু করে লেয়ার ফিড খাওয়াবেন এবং এর পাশাপাশি যত বেশি পরিমাণে কাঁচা ঘাস খাওয়াবেন মুরগির স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এই মুরগির সাধারণত অন্যান্য মুরগির তুলনায় বেশি ওষুধ খাওয়ানোর প্রয়োজন হয় না শুধুমাত্র রানীক্ষেত টিকা প্রদান করলে এর সমস্যা গুলো দূর হয়ে যায়।


আপনি জানলে অবাক হবেন যে এই মুরগির ১০০ পিছের জন্য প্রতিদিন সর্বোচ্চ ৩০০ থেকে ৩৫০ টাকা খরচ হয়। তাহলে আপনি বুঝতেই পারছেন এর খাবার খরচ কত কম। প্রত্যেকটি মুরগির জন্য প্রত্যেক দিন গড়ে তিন থেকে চার টাকা পর্যন্ত খরচ হয়।

ফাউমি মুরগি পালনে প্রতিমাসে কত টাকা ইনকাম হয়

বর্তমানে বাজারে ফাউমি মুরগি ডিমের চাহিদা অনেক পরিমান কেননা এই ডিম অনেকটা দেশি মুরগির মত দেখতে হওয়ার কারণে মানুষ বেশি বেশি কেনার চেষ্টা করে। ১০০ টা মুরগি পালন করার সময় আপনার প্রতি মাসে যত ধরনের খরচ রয়েছে সেগুলো বাদ দিয়ে প্রতিমাসে ১০ থেকে ১৩ হাজার টাকা পর্যন্ত লাভ থাকে।

এ কথাটি বলেছেন একজন খামারি ভাই। এই মুরগির মাংসের দাম প্রতি কেজি ৩০০ থেকে ৪৫০ টাকা কেজি পর্যন্ত। তবে বাজারের দামের উপর নির্ভর করে। ৫০০ থেকে ৬০০ পিস মুরগি একটি খামারে পালন করলে আপনার প্রতি মাসে সকল খরচ বাদ দিয়ে ৫০ হাজার টাকা লাভ থাকবে ইনশাল্লাহ। তাই দেরি না করে একজন উদ্যোক্তা হন এবং নিজের অর্থ নিজেই উপার্জন করুন।

ফাউমি মুরগি কত দিনে ডিম দেয় - শেষ কথা

আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনাদেরকে ফাউমি মুরগি কত দিনে ডিম দেয় এবং এর সম্পর্কে যাবতীয় বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করেছি। এখান থেকে আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তরটি জানতে পারলে অবশ্যই আপনার নিকটস্থ খামারি ভাই-বোনেদের শেয়ার করে দেবেন।


আর এমন নিত্য নতুন গুরুত্বপূর্ণ তথ্য যদি পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন চোখ রাখবেন। এখানে এমন তথ্য শেয়ার করা হয় যা আপনার প্রতিদিনের অজানা তথ্য গুলো জানতে সাহায্য করবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এস এইচ টেক আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url