বর্তমানে বিশ্বের সেরা গোলকিপার কে ? সেরা গোল রক্ষক
বিশ্বের সেরা গোলকিপার কেআসসালামু আলাইকুম, আপনি কি বর্তমানে বিশ্বের সেরা গোলকিপার কে এ সম্পর্কে কিছু তথ্য খুজতেছেন। অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছেন কিন্তু আপনার কারন কিন্তু প্রশ্নটি উত্তরটি এখনো পর্যন্ত জানতে পারেন নি। তাহলে আপনারা চিন্তার কোন কারণ নেই কেননা এখানে বর্তমান বিশ্বের সেরা গোলকিপারকে এবং গোলরক্ষককে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বর্তমান সময়ে বিশ্বকাপ ফুটবল খেলা না থাকলেও অনেক ফুটবলপ্রেমী রয়েছে তারা জানতে চাই বিশ্বের সেরা গোলকিপার কে। তাদেরকে সঠিক তথ্য জানানোর জন্যই এই আর্টিকেলটি তৈরি করা। সঠিক তথ্যটি যেন তারা জানতে পারে এবং কোন বিভ্রান্তিকর তথ্যের উপর ভিত্তি না করে।
বর্তমানে বিশ্বের সেরা গোলকিপার কে - মূলভাব
বাংলাদেশের ফুটবল প্রেমের কোন অভাব নেই। বিশ্বকাপ খেলা থেকে শুরু করে আরো যত ধরনের খেলা হয় প্রায় প্রতিনিয়ত সব খেলায় কিন্তু বাংলাদেশের মানুষেরা দেখে। এবং বিশ্বকাপের পর থেকে মানুষের অনেক মন্তব্য হয় বিশ্বের সেরা গোলকিপার কি? এই বিষয়টি নিয়ে। ফুটবল কিন্তু বহুদিন আগে থেকে খেলা হয়ে আসছিল।
আরও পড়ুনঃ ফুটবল বিশ্বকাপ সবচেয়ে গোল কার বেশি।
সময়ের পরিবর্তনে কোন সেরা গোলকিপার দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে এবং যারা নতুন রয়েছে তাদের মধ্যে এখন সেরা গোলকিপার তৈরি হয়েছে। আজকে আপনাদেরকে এমন কিছু অবাক করা তথ্য জানানোর চেষ্টা করব যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা আসুন আপনাদের মূল্যবান সময় অযথা নষ্ট না করে আমরা মূল আলোচনা থেকে ফিরে যাই।
গোলকিপারকে এবং কাকে বলে
আপনারা সবাই জানেন ফুটবল খেলার জন্য সর্বমোট ১১ জন খেলোয়ার প্রয়োজন। এর মধ্যে ১০ জন রয়েছে তারা মাঠের মধ্যে বল নিয়ে দৌড়াদৌড়ি করে এবং প্রতিপক্ষকে গোল দেওয়ার চেষ্টা করে। এমত অবস্থায় যেই ব্যক্তিটি গোল রক্ষা করে অর্থাৎ গোল হতে দেয় না তাকেই মূলত গোলকিপার বলে। এর মূল কাজ প্রতিপক্ষের হাত থেকে গোল না খাওয়া।
বিশ্বের সেরা ১০ জন গোলকিপারের রেংকিং তালিকা
দলের হয়ে ম্যাচ বাঁচানোর জন্য যে সর্বোচ্চ ভূমিকা পালন করে তাকেই সেরা গোলকিপার বলে। আজকে আমরা জানবো বিশ্বের সেরা ১০ জন গোলকিপার কারা। তারা তাদের সর্বোচ্চ দিয়ে বড় বড় ম্যাচগুলো জিতিয়েছে। আমার মনে হয় আপনার পছন্দের একজন গোলকিপার এই তালিকার মধ্যে থাকবে।
Yassine Bounou - ইয়াসিন বুনু
বর্তমান বিশ্বের সেরা একজন গোলকিপার হচ্ছে ইয়াসিন বুনু। যিনি একজন মরক্কোর ফুটবলার। যার বর্তমান ক্লাব সেভিলা এফসি। ২০১০ সালে তিনি অন্যান্য ক্লাবের হয়ে যোগদান করেছেন। এবং ২০১২ পর্যন্ত খেলেছেন।
তারপর টানা তিনটা ক্লাব পরিবর্তন হওয়ার পর ২০২০ সালের সেভিলা এফসি ক্লাবের যোগদান করেন। উক্ত ক্লাবের হয়ে সর্বমোট 88 টি ম্যাচ খেলেছেন। 31 বছরের এই ফুটবলার ফিফার সর্বশেষ প্রকাশিত ৮৪ র্যাংকিং এর একজন ফুটবলার। তিনি বর্তমানে দশ নম্বর অবস্থানে রয়েছেন।
Mike Magnan - মাইক মেগনান
বর্তমানে ফ্রান্সের একজন অত্যন্ত সুদক্ষ গোলকিপার হচ্ছে এই মাইক মেগনান। যিনি এসি মিনাল ক্লাবের হয়ে খেলছেন। ২৭ বছরের এই ফুটবলার ফিফা প্রকাশিত ৯০ রাঙ্কিংয়ের একজন ফুটবলার। সে এখন ৯ নম্বর অবস্থানে রয়েছে।
আশ্চর্যকর বিষয় হচ্ছে ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সে প্যারিসে হয়ে খেলেছেন। ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত লস এফসি ক্লাবের হয়ে খেলেছে। সর্বশেষ ক্লাবের হয়ে ৪২ টি ম্যাচ খেলেছে।
Manuel Neuer - ম্যানুয়াল ইউইয়ার
বর্তমানে ফিফার ঘোষণা অনুযায়ী এই গোলরক্ষক আট নম্বর অবস্থানে রয়েছে। সে বর্তমানে জার্মান দেশের হয়ে খেলছেন। জার্মানির হয়ে ২০১৪ সালের বিশ্বকাপ জিতেছে সে। এবং সে বছর খুব ভালো খেলেছিল।
বিশ্বকাপ জেতার পাশাপাশি গোল্ডেন গ্লাবসো জিতেছে। ২০১১ সালের বায়ান মিউনিখ ক্লাবের হয়ে যোগদান করেছিল এখনো পর্যন্ত ওই ক্লাবের হয়ে খেলছে। ৩৬ বছরের একজন তরুণ গোলকিপার। ৯০ পয়েন্ট রেটিং প্রাপ্ত খেলোয়াড়।
Jan Oblak - জান অবলাক
বিশ্বসেরা গোলকিপারের তালিকায় সপ্তম স্থানে রয়েছেন এই গোলকিপার। শেষ নভেলিয়ার খেলোয়ার। ২০০৯ সালে অলিম্পিক ক্লাবের হয়ে খেলেছিলেন। ২০১৪ সালে এট লীগ এবং মাতৃক এর ক্লাবের হয়ে খেলা শুরু করেছিল কিন্তু এখনো পর্যন্ত এই ক্লাবের হয়ে খেলছে। ফিফা প্রকাশিত তালিকায় ৯১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থান অধিকার করেছে। এই তরুণ ফুটবলার ৩৮০ টি ম্যাচ খেলেছেন।
Emiliano Martinez - এমিলিয়ান ও মাটিনেজ
প্রকাশিত তালিকায় ৬ নম্বরে অবস্থান করেছেন অ্যামিলিয়ানা মার্টিনেজ। বর্তমানে আর্জেন্টাইন এই গোলকিপার বিশ্বের সেরা গোলরক্ষকের মধ্যে একজন। বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচে খুব ভালো খেলেছিল এই খেলোয়ার।
কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জিতেছে এই গোলরক্ষক। ২০১২ সালে আর্সেনাল এর হয়ে নিজের ফুটবল ক্যারিয়ার শুরু করে। তারপর 2020 সালের এস টেন ভিলার হয়ে যোগদান করে। ৩০ বছরের এই গোলকিপার ৮৪ পয়েন্ট রেংকিং এ রয়েছে।
Gianluigi Donnarumma - জিয়ানলুগি ডন্নারুম্মা
বর্তমানে অল্প বয়সী সবচেয়ে সেরা গোলকিপারের তালিকায় এই খেলোয়াড়টি রয়েছে। সে একজন ইতালিয়ান ফুটবলার। তার বয়স মাত্র ২৪ বছর। ২০১৫ সালে এসি মিনাল ক্লাবের হয়ে যোগদান করে। আর এই ক্লাবের হয়ে 2021 সাল পর্যন্ত খেলেছে।
তারপর থেকে পি এস সি ক্লাবের হয়ে যোগদান করে। এই গোলরক্ষকের মার্কেট ভ্যালু ৪৬ লক্ষ ইউরো। ফিফার সর্বশেষ প্রকাশের 92 পয়েন্ট রেটিং নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে এই ফুটবল তারকা। সর্বশেষ ক্লাবের হয়ে ৬২ টি ম্যাচ খেলেছে।
Marc-Andre ter Stegen - মার্চ এন্দ্রতের স্টেগেন
এই ফুটবল তারকা ফিফা সর্বশেষ ঘোষণায় 89 নিয়ে চতুর্থ নাম্বার বিশ্বের সেরা গোলকিপার হিসেবে অবস্থান করছে। এই গোলরক্ষক বর্তমানে বার্সেলোনা ক্লাবের হয়ে খেলছে। ২০১০ সালে সে ক্রোয়েশিয়া ক্লাবের হয়ে যোগ দিয়েছিল।
এই ক্লাবে ২০১৫ সাল পর্যন্ত খেলেছে। ২০১৮ সালের ফিফার ঘোষণায় সে তৃতীয় স্থান অধিকার করেছিল। সর্বমোট ম্যাচের পরিমাণ ৩৫০ টি। এর বয়স মাত্র ২৯ বছর সেজন্য ২০২৬ সালের গোলরক্ষক হিসেবে বিশ্বকাপে খেলবে।
Ederson - এডারসন
বিশ্বের সেরা সকল গোলকিপারের তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিলিয়ান এই গোলকিপার। ২০১৫ সালে ক্লাবে যোগ দিয়েছিল। এই ক্লাবের মেয়াদ ছিল 2016 সাল পর্যন্ত। ফিফার সর্বশেষ প্রকাশিত ৯১ পয়েন্ট নিয়ে তিন নাম্বার র্যাংকিংয়ে রয়েছে।
২০১৬ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ২৬৫ টি ম্যাচ খেলেছে। কিন্তু তার দেশের হয়ে মাত্র 16 টি ম্যাচ খেলেছে। দলের হয়ে খেলার সুযোগ না পেলেও ক্লাবের হয়ে অনেক ভালো খেলছে।
Alisson Backer - অ্যালিসন বেকার
বর্তমানে বিশ্বের দ্বিতীয় নম্বর স্থানে রয়েছে এই এলিসন বেকার। সে ব্রাজিলের একজন বাজপাখি বলায় চলে। ২০১৬ সালে রোমা নামের একটি ক্লাবে যোগদান করে। এই ক্লাবের হয়ে ২০১৮ সাল পর্যন্ত খেলেছে। বর্তমানে 90 পয়েন্টে রেটিং নিয়ে একজন বিশ্বের সেরা গোলকিপার হিসেবে নিজেকে প্রমাণিত করেছে।
২০১৮ সাল থেকে এখনো পর্যন্ত ব্রাজিলের হয়ে খেলছে। ম্যাচ খেলেছে সর্বমোট 210 টি। ব্রাজিল জাতীয় দলের হয়ে। ২০২১ সাল পর্যন্ত সেরা গোলকিপার হিসেবে ছিলেন তারপর কাতার বিশ্বকাপের হেরে গিয়ে সেরা গোলকিপার এর খেতাব হারিয়েছে।
Thibaut Courtois - থিবাউট করতোয়া
ফিফার সর্বশেষ প্রকাশিত রেংকিং এ প্রথম স্থান এ অবস্থান করছে এই গোলকিপার। এই খেলোয়াটি বেলজিয়াম হয়ে খেলে। বর্তমানে সে রিয়াল মাদ্রিদ এর হয়ে খেলছে। ৩০ বছর বয়সী এই দুর্দান্ত গোলকিপার ৯১ পয়েন্ট র্যাংকিং নিয়ে প্রথম স্থানে রয়েছে।
২০১১ সালে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে 2018 সাল পর্যন্ত হয়েছে উক্ত ক্লাবের হয়ে খেলছে। তারপর থেকে রিয়েল মাদ্রিদ এর হয়ে খেলে আসছে। এর সর্বমোট ম্যাচের পরিমাণ ২০১ টি।
বর্তমানে বিশ্বের সেরা গোলকিপার কে
আমরা এতক্ষণ ধরে যা বিশ্লেষণ করে বুঝলাম সেটি হচ্ছে আমাদের চিরচেনা ব্রাজিলিয়ান কিংবা আর্জেন্টিনার কোন গোলকিপার কিন্তু বর্তমানে বিশ্বের সেরা গোলকিপার হিসেবে রেংকিং এ অবস্থান করছে না।
তবে আমরা এই কথা বলতে পারি যে বর্তমানে বিশ্বের সেরা গোলকিপারের চেয়ে রিয়েল মাদ্রিদের গোলরক্ষক Thibaut Courtois - থিবাউট করতোয়া। আশা করি পরবর্তীতে এ সকল বিষয় নিয়ে কারও মধ্যে মত বিরোধ থাকবে না।
বর্তমানে বিশ্বের সেরা গোলকিপার কে - শেষ কথা
আজকের আর্টিকেলটির মাধ্যমে আপনাদেরকে বর্তমানে বিশ্বের সেরা গোলকিপার কে এ সম্পর্কে কিছু তথ্য জানানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাঙ্খিত প্রশ্নের উত্তর গুলো জানতে পেরেছেন।
আর এমন নিত্য নতুন গুরুত্বপূর্ণ তথ্য পেতে চান তাহলে আমাদের ওয়েব সাইটে প্রতিদিন চোখ রাখবেন। আপনার ফুটবলপ্রেমী বন্ধু কিংবা এদের মধ্যে প্রতিটি শেয়ার করে দিবেন তারাও যেন সঠিক তথ্যটি জানতে পারে।
এস এইচ টেক আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url