রবি ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড (robi emergency balance code)

সকল সিমের এমার্জেন্সি ব্যালেন্স কিভাবে নিবেন জানুনআসসালামু আলাইকুম, আপনি কি রবি সিমের ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড সম্পর্কে কিছু সঠিক তথ্য খুজতেছেন। এ বিষয়ে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছেন কিন্তু আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তরটি এখনো পর্যন্ত জানতে পারেননি। তাহলে আপনার আর চিন্তা করার কোনো কারণ নেই কেননা এখানে রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
রবি ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড - robi emergency balance code
আমি বেশ কিছুদিন ধরেই খেয়াল করে দেখছি মানুষ রবি ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড সম্পর্কে কিছু তথ্য খুজতেছে। তাদেরকে উদ্দেশ্য করে এই আর্টিকেলটি তৈরি করেছি। কেননা আমার এই একটি কাজের মাধ্যমে যেন তাদের সুবিধা হয়।

রবি ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড - মূলভাব

আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা রবি সিম ব্যবহার করেন। এখন অনেক সময় দেখা যায় আপনাদের বিভিন্ন অসুবিধার কারণে সিম কোম্পানি থেকে আপনাদেরকে লোন নিতে হয়। এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই টাকা ধার নেওয়ার কোড টি জানতে হবে। আবার এমন কিছু মানুষ রয়েছে যারা জানি না যে ইমারজেন্সি ব্যালেন্স কাকে বলে।

ধরুন যে আপনার মোবাইলে কারো সাথে কথা বলার মত পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। এখন সিম কোম্পানিকে একটি নির্দিষ্ট কোড এ কল দিয়ে তাদের থেকে ইমারজেন্সি ব্যালেন্স অর্থাৎ টাকা ধার নেওয়ার জন্য রিকোয়েস্ট করলে তারা আপনাকে একটি নির্দিষ্ট অংকের টাকা দিবে। এটি দিয়ে আপনি মানুষের সাথে কথা বলতে পারবেন।


আবার যখন আপনি মোবাইলে রিচার্জ করবেন তখন যত টাকা আপনি ধার নিয়েছেন ওই টাকাটি বাদ দিয়ে আপনার একাউন্টে বাড়তি যে টাকা রয়েছে সেটি থাকবে। আমাদের যাদের রয়েছে তাদের অবশ্যই জানা দরকার রবি সিমের কোন কোড ব্যবহার করলে কি কাজ করা যায় এবং এর সম্পর্কে বিস্তারিত।

এটি যদি জানতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ আর্টিকেলটি অনেক মনোযোগ সহকারে পড়তে হবে। তো বন্ধুরা আসুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমার মূল আলোচনার দিকে ফিরে যায়।

রবি ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড (robi emergency balance code)

Robi complain Number; 158 ( Toll-Free)
Robi help center Number:123
Robi Customer care email:123@robi.com.bd
এখানে বোঝানো হয়েছে রবি সিমের কোন ধরনের সমস্যা দেখা দিলে এই কাস্টমার কেয়ারে এবং তাদের ইমেইলে আপনার সমস্যার কথাটি জানাতে পারেন।

Show own your mobile number:*2# and *140*2*4# নিজের সিমের নাম্বার যদি ভুলে যান তাহলে এই কোড গুলো দিয়ে কল দিবেন তাহলে আপনার নাম্বারটি দেখতে পারেন।

আপনার একাউন্টে কত টাকা রয়েছে এটি দেখার জন্য আপনাকে*২২২# এই কোডটি ডায়াল করতে হবে।

রবি সিমের যতগুলো সার্ভিস হয়েছে অফার এগুলো দেখার জন্য *১২৩# এই কোডটি ডায়াল করতে হবে। তাহলে আপনি রবি সিমের যে সকল সুযোগ সুবিধা রয়েছে সবগুলো জানতে পারবেন।

রবি সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড ঃ*৮৪৪৪*৮৮# এবং *২২২*৮১# আপনার সিমে যদি কোন প্রকার এমবি থাকে তাহলে এই কোড গুলো দেখার পর আপনি বুঝতে পারবেন আপনার সিমে কতটুকু এমবি অবশিষ্ট রয়েছে।


মিনিট চেকঃ*২২২*৩# আপনার সিমে যদি মিনিট থাকে তাহলে এই কোডটি দেওয়ার পর আপনি দেখতে পাবেন আপনার সিমে কতটুকু মিনিট অবশিষ্ট রয়েছে এবং যদি মিনিট না থাকে তাহলে আপনার সামনে একটি মিনিট কেনার প্যাক চলে আসবে সেখান থেকে আপনি আপনার ইচ্ছামত মিনিট কিনে নিতে পারবেন।

রবি সিমের এসএমএস চেক কোডঃ*২২২*১১# এই কোডটি আপনাকে সাহায্য করবে আপনার ফোনে থাকা এসএমএস গুলোর সংখ্যা জানানোর ক্ষেত্রে। তাই এই করতে ব্যবহার করে এসএমএস ফুরিয়ে যাওয়ার আগেই দেখে নিন এবং আবার নতুন প্যাক কিনুন।

Packages Check:*140*14# অর্থাৎ আপনার যদি একসাথে ইন্টারনেট এসএমএস মিনিট এগুলোর দরকার হয় সেক্ষেত্রে একসাথে অনেক কম দামে যেই প্যাকেজগুলো আপনি নিতে পারবেন। এই কোডটি ডায়াল করার মাধ্যমে।

MMS Balance Check:*222*13# আপনার এমএমএস একাউন্টে কত ব্যালেন্স রয়েছে দেখার জন্য এই কোডটি ডায়াল করবেন তাহলে দেখতে পারবেন।


Robi internet Balance Cheek Code:*8444*88# রবি ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য এই কোডটি আপনার অবশ্যই মনে থাকতে হবে। এর ফলে আপনার অনেক সাহায্য হতে পারে।
  • MB Balance Check Code:*3#
  • Minutes Bundel:*0#
  • Balance Check/Due bill check:*1#
  • Internet Pack Purchase:*4#
  • Miss Call Alert ON:8272
  • Miss Call Alert OFF:8272
  • Bonus Amount Remaining Check:*222*1#
  • SMS Check Code : *222*11#
  • Robi Emergency Balance Check code:*8811*1#
  • Remaning Emergency Balance Cheek Code:*222*16#
  • Emerjency Balance Survice Stop:*8811*2#
  • Emerjency internet data code:*8811*1*1*1#
  • Check emergency internet balance:*123*3*5#
  • Robi internet help service code:*8444#
  • Activate Robi call waiting service:*43#
  • deactivate Robi call waiting service:#43#
  • Robi call divert service ON: *21*number#
  • Robi call divert service OFF:#21#
  • Check Robi emergency internet balnce:*123*3*5#
  • Check Robi 4G supported or Not:*123*44#
  • Check Robi internet balance:*8444*88#
  • Robi Bonus amaunt remaining :*222*1#
  • Jhotpot Balance অর্থাৎ ইমারজেন্সি ব্যালেন্স *8#
  • Check on-net minute:*3#
  • Check off-net minutes:*222*2#
  • Card recharg your number:*111*card secret Numbers#
  • Card recharg your friend's number:*111*card secret Numbers*number#
  • Activate outgoing call:#33*0000#
  • Deactivate outgoing call:#33*0000#
প্রিয় পাঠক এখানে রবি সিমের যত ধরনের জরুরী কোড রয়েছে এবং ইমার্জেন্সি ব্যালেন্স ইন্টারনেট ব্যালেন্স এবং কিভাবে কোন একাউন্টের ব্যালেন্স চেক করবেন এ বিষয়ে সকল ধরনের কোড আপনাদেরকে বলে দিয়েছি।

এখন এই কোডগুলো যদি আপনার মনে না থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন কেননা এটি একজন রবি সিম ব্যবহারকারীর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য।

রবি সিমের ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার নিয়ম

রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইল ফোনের ডায়াল অপশনে চলে যেতে হবে। এরপর একটি কোড ডায়াল করতে হবে। কোডটি হলো *১২১# এই নাম্বারটি ডায়াল করার পর আপনার সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে। তারপর দুইটি অপশন আসবে একটি থাকবে ইয়েস এবং নো।


এখান থেকে আপনাকে ইএস অপশনটি বেছে নিতে হবে। কোনটি ডায়াল করার সময় অবশ্যই সিমটি রবি হতে হবে। তারপর আপনাকে আরেকটি পেজে নিয়ে চলে যাবে। সেখানে লেখা থাকবে ঝটপট ব্যালেন্স। ওই অপশনটি সিলেক্ট করবেন। এরপর ইমার্জেন্সি ব্যালেন্সের জন্য রিকোয়েস্ট করলে আপনাকে নির্দিষ্ট পরিমাণে একটি ব্যালেন্স প্রদান করব।

এবার আপনাদেরকে জানাবো কিভাবে সরাসরি একটি কোড এর মাধ্যমে ইমারজেন্সি ব্যালেন্স নিবেন। এর জন্য প্রথমে আপনার মোবাইল ফোনে ডায়াল অফশোনে যাবেন এবং *৮# এই কোডটি দিয়ে একটি কল দিবেন তারপর আপনার মোবাইল ফোনে ইমার্জেন্সি ব্যালেন্স চলে আসবে।

রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার শর্তাবলী

অবশ্যই আপনার রবি সিম হতে হবে। এবং সিমের বয়স সর্বনিম্ন ১২০ দিন হতে হবে। আপনার সিমে যদি কোন পরিমাণ টাকা এমবি এবং মিনিট থাকে তাহলে কিন্তু আপনি ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন না। এবং আগে কখনো যদি ইমারজেন্সি ব্যালেন্স নেন ওই টাকাটি পরিশোধ যদি না করেন।


তাহলে পরবর্তীতে আপনি হাজার বার চেষ্টা করলেও কোন ইমার্জেন্সি ব্যালেন্স পাবেন না। এই ব্যালেন্সটা ব্যবহার করার জন্য আপনার কোন নির্দিষ্ট সময় দেওয়া নেই কিন্তু সর্বোচ্চ এক মাসের বেশি ব্যবহার করতে পারবেন না। যখন ২৯ টাকার বেশি balance নিবেন তখন এসএমএস চার্জ কাটা হবে।

আমাদের শেষ কথা

আজকেরে আরটিকালটির মাধ্যমে আপনাদেরকে রবি ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড সম্পর্কে বিস্তারিত বোঝালাম। এখান থেকে কোন সঠিক তথ্য কিছু জানতে পারলে অবশ্যই আপনার আত্মীয় কিংবা নির্বাচন বন্ধুদের মধ্যে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। আর এমন নিত্য নতুন গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইলে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন চোখ রাখবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এস এইচ টেক আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url