চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন লেখার নিয়ম (Bangla and English)

কোম্পানির চাকরি ছাড়ার দরখাস্ত লেখার নিয়মপ্রিয় পাঠক আপনি কি চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন পত্র লেখার সঠিক নিয়ম খুজতেছেন। এখনো পর্যন্ত অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছেন কিন্তু কোন সঠিক তথ্য জানতে পারেননি। তাহলে আজকের আর্টিকেলটি শুধুমাত্র আপনারই জন্য। এখানে বাংলা এবং ইংরেজিতে বলে দেওয়া হয়েছে কিভাবে আপনি একটি সম্পূর্ণ চাকরির অব্যাহতির জন্য আবেদন পত্র লিখবেন।
চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন
আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করে দেখি যে মানুষ চাকরি থেকে অবাধে নেওয়ার জন্য আবেদন পত্র খুজতেছি। তাদের সুবিধার জন্য আমি অনেক চিন্তা করার পর এই বিষয়ে একটি আর্টিকেল লেখার সিদ্ধান্ত নিয়েছি। যেন তাদের অনেকটা কাজে লাগতে পারে।

চাকরি থেকেঅব্যাহতির জন্য আবেদন - মূলভাব

আপনাদের মধ্যে অনেকে রয়েছে যারা অনেক জায়গায় বিভিন্ন কোম্পানিতে এবং শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি করে থাকে। চাকরি রত অবস্থায় তাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক ঝামেলার পরও অনেকেই চাকরিতে থেকে যায় কিন্তু অনেকে রয়েছে তারা চাকরি ছাড়া সিদ্ধান্ত নেয়।

মূলত বিভিন্ন সমস্যার কারণে এই সিদ্ধান্তগুলো নিতে তারা বাধ্য হয়। এখন তাদের উচিত কিভাবে তারা চাকরি থেকে অব্যাহতি নিবে এর জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা। বহুদিন থেকেই চলে আসছে কেউ যদি কোন কাজ বা চাকরি থেকে অব্যাহতি নিতে চায় তাহলে তাকে একটি পত্র লিখে জমা দিতে হবে।


এখন আমি আপনাদেরকে চাকরি থেকে অব্যয়দের জন্য আবেদন পত্র লিখে ভালোভাবে বুঝিয়ে দিব। এবং এটি লিখার জন্য কি ধরনের শর্ত পালন করতে হয় এগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনাদের সুবিধার্থে আমি বাংলা এবং ইংরেজিতে দুইভাবে লিখে দিব। তো বন্ধুরা আসুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমার মূল আলোচান দিকে ফিরে যাই।

সতর্কতাঃ হঠাৎ করে যদি চাকরিতে আসা বন্ধ করে দেন কোন ধরনের নোটিশ না দিয়েই তাহলে কিন্তু প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আইন অনুযায়ী আপনার ওপর মামলা করতে পারে এবং যথেষ্ট পরিমাণে জেল হতে পারে। তাই অবশ্যই মাথায় রাখবেন কোন প্রতিষ্ঠানে চাকরি ছেড়ে দেওয়ার আগে অবশ্যই একটি অব্যাহতি পত্র লিখবেন।

রিজাইনিং লেটার লেখার কয়েকটি ধাপসমূহ

  • প্রথমে আপনাকে যে তারিখে লিখছেন সেই তারিখ মাস এবং সাল অবশ্যই লিখতে হবে।
  • আপনি যার কাছে আবেদন করছেন সে যদি মেয়ে হয় তাহলে জনাবা এবং ছেলে হলে জনাব লিখবেন। তাছাড়া যদি কোন প্রতিষ্ঠানের হয় তাহলে লিখবেন ম্যানেজার
  • যার কাছে লিখতে চলেছেন সে যেই পদে রয়েছে ওই পদের নাম লিখবেন। অবশ্যই সম্পূর্ণ নাম লিখতে হবে।
  • প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। স্কুল অথবা কলেজ। সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিজ দায়িত্ব অনুসারে নিজের মতো করে লিখবেন।
  • প্রতিষ্ঠানটির ঠিকানা, কোন এলাকায় অবস্থিত এবং জেলা এবং বিভাগ অবশ্যই লিখতে হবে। (বাধ্যতামূলক)
  • যে কারণে চাকরি থেকে অব্যাহতি নিতে চাচ্ছেন সে কারণটি লিখবেন। অর্থাৎ লিখবেন যে পদত্যাগের জন্য আবেদন পত্র।
  • ছেলে হলে লিখতে হবে মহাশয় এবং যদি মহিলা হয় তাহলে লিখবেন মহাশয়।
  • এরপর কিছু বিস্তারিত লিখতে হবে। আপনার সমস্যা গুলো লিখবেন এবং কি কারণে আপনি চাকরি থেকে অব্যাহত গ্রহণ করছেন এ বিষয়ে কিছু তথ্য লিখতে হবে অবশ্যই আপনাকে।
  • এবং পরবর্তীতে লিখতে হবে আপনি কোন মাসের কত তারিখ থেকে চাকরিতে আর আসবেন না এ সম্পর্কে কিছু তথ্য গুলো লিখবেন।
  • সর্বশেষ আপনি একটু অনুরোধ করে বলবেন এবং চাকরি থেকে পদত্যাগের জন্য ভালোভাবে বুঝিয়ে বলবেন। এবং আপনার আবেদন পত্রটি যেন বিবেচনা করে দেখে।
  • সর্বশেষ আপনার নিজের সম্পন্ন নাম লিখবেন এবং যে পদে কাজ করছেন পদের নামটি লিখবেন।

চাকরি থেকে অব্যাহতি নেওয়ার জন্য আবেদন পত্র

৬ই ফেব্রুয়ারি ২০২৪ ইং
জেনারেল ম্যানেজার,
মাহিম গ্রুপ অফ ইন্ড্রাস্ট্রিস
শিল্পগরী পাবনা,
বিষয়ঃ চাকরি থেকে অব্যাহতি নেওয়ার জন্য আবেদন পত্র।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার প্রতিষ্ঠানের কর্মহত একজন সুপারভাইজার। আমার নাম ইকরামুল হাসান আমি বিগত তিন বছর ধরে আপনার প্রতিষ্ঠানে কর্মরত রয়েছি। মহাশয় আমার ব্যক্তিগত সমস্যার কারণে এবং পারিবারিক ঝামেলার জন্য আমি ৫ই জুন ২০২৪ থেকে আমার এই দায়িত্ব ত্যাগের জন্য আবেদন করছি।

এবং আপনাদের কোম্পানি থেকে যে পরিমাণ আমাকে বেতন প্রদান করা হয় তা আমার জন্য যথেষ্ট মনে হয় না। এর জন্য আমার পরিবার থেকে এই চাকরিটি আর করতে দিবে না। তাই আমি চাকরি থেকে অব্যাহাতের জন্য আবেদন করলাম।

অতএব, আপনার কাছে বিনীত আবেদন যে আমার এই আবেদনটি গ্রহণ করুন। কেননা আমার যদি সমস্যা না হতো তাহলে আমি এই চাকরিটি কখনোই ছেড়ে যেতাম না। আপনি আমার এই দরখাস্তটি যদি মনজুর করেন তাহলে আপনার কাছে চিরদিন কৃতজ্ঞ থাকতাম।
বিনীত,
ইকরামুল হাসান
সুপারভাইজার নং ১২

ব্যাংকের চাকরি হতে অব্যাহতি নেওয়ার জন্য আবেদন পত্র

১০ই জানুয়ারি ২০২৪,
বরাবর,
ব্যবস্থাপক
উত্তরা ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
ধানমন্ডি, গাজীপুর, ঢাকা
বিষয়ঃ চাকরি হতে অব্যয়দের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে আমি মোঃ ইমরুল ইসলাম। আমি আপনার ব্যাংকিং প্রতিষ্ঠানে গত তিন বছর ধরে ম্যানেজার পদে কর্মরত রয়েছি। দীর্ঘদিন কাজ করার পর আমার অনেক যোগ্যতা বৃদ্ধি পেয়েছে। আমি গত তিন বছর ধরে অনেক সততা এবং দক্ষতার সাথে অফিস পরিচালনা করে আসছি। কিন্তু হঠাৎ করে আমার অসুস্থতা এবং পারিবারিক সমস্যার কারণে আমি ১০ জুলাই ২০২৪ হতে আমি এই অফিসে আর উপস্থিত হতে সক্ষম হব না।

অতএব, আকুল আবেদন আমার এই বিষয়টি আপনি বিবেচনা করে দেখবেন এবং আমাকে চাকরি হতে অব্যাহতি দিয়ে আমার সাহায্য করার চেষ্টা করবেন। আপনি এই কাজটি যদি করতে পারেন তাহলে আপনার এই ঋণ আমি কখনো ভুলতে পারবো না।
নিবেদক,
নামঃ মোঃ ইমরুল ইসলাম
পদবীঃ ম্যানেজার
শাখাঃ ধানমন্ডি
স্বাক্ষরঃ ইমরুল
এ সম্পর্কিত আরো কিছু আর্টিকেল পড়ুন

রিজাইনিং লেটার লেখার সহজ নিয়ম ইংরেজি

To,
The HR Maneger
Company Name
Company Address
Date:5th january 2024
Subject:Resignation Letter
Respected Sir / Madam
My name is ( full name ). Iam your working in your company from May 20218 to January 2024 on the post of Junior Engineer.Because of My some personal problems related to My family.I am unable to work with this company. My last working day will be 5th Jun 2024 Kindly accept My resignation.

I have learn a lot from your company during My working days.Thank you for giveing me this opportunity to work to your compny.
ThanKing you,
Sincerly,
(your full name)
(your address)
(signature)
বিশেষ দ্রষ্টব্যঃ আমরা শুধুমাত্র আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনার নাম ঠিকানা এবং কাজের ধরন অনুযায়ী সকল কিছু আপনার নিয়ম অনুসারে লিখবেন।

লেখক এর শেষ কথা

আজকের এই আর্টিকেলটিতে আমি আপনাদেরকে বোঝালাম কিভাবে আপনি চাকরি থেকে অব্যাহতের জন্য একটি আবেদন পত্র লিখবেন। এখান থেকে কোন সঠিক তথ্য কিছু জানতে পারলে অবশ্যই আপনার বন্ধু কিংবা কেউ দের মধ্যে পোস্টটি শেয়ার করবেন। এমন গুরুত্বপূর্ণ তথ্য আমাদের এই ওয়েবসাইটে প্রতিদিন শেয়ার করা হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এস এইচ টেক আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url