কোয়ালিটি ইনচার্জ এর ইন্টারভিউ নতুন আপডেট
কোয়ালিটি কন্ট্রোলারের ইন্টারভিউ প্রশ্নআসসালামু আলাইকুম আপনি কি কোয়ালিটি ইনচার্জের ইন্টারভিউ প্রশ্ন খুজতেছেন। চাকরির জন্য আবেদন করবেন তাই এর প্রস্তুতি নেওয়ার জন্য অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছেন। কিন্তু এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য জানতে পারেননি। তাহলে আপনি এখন একদম সঠিক জায়গায় এসেছেন। এখানে আপনি আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তরটি জানতে পারবেন।
আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করে দেখছি গুগলে মানুষ কোয়ালিটি ইন চার্জের ইন্টারভিউ প্রশ্ন খুজতেছে। তাদেরকে টার্গেট করে এবং সাহায্য করার জন্য এই আর্টিকেলটি তৈরি করেছি। সত্যিই কিছু যদি শিখতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন।
কোয়ালিটি ইনচার্জ এর ইন্টারভিউ - মূলভাব
আপনারা হয়তো সকলে জানেন বাংলাদেশে গার্মেন্ট শিল্পের অনেক চাহিদা রয়েছে। এ কারণে প্রতিমাসে এবং প্রতি বছরে হাজার হাজার কর্মী নিয়োগ দিচ্ছে প্রত্যেকটি গার্মেন্টস কোম্পানি। তাদের মধ্যে বিভিন্ন পর্যায়ের কর্মী নিয়োগ দেওয়া হয় এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোয়ালিটি ইনচার্জ।
আপনারা হয়তোবা এই পোষ্টের জন্য এপ্লাই করবেন এপ্লাই করার পর আপনাকে তো যখন ভাইবা ধরা হবে তখন আপনি যদি কোন কিছু না বলতে পারেন তাহলে আপনি কিন্তু চাকরি কখনোই পাবেন না। এর জন্য প্রস্তুতিমূলক হিসাবে যে সকল প্রশ্ন সাধারণত কোয়ালিটি ইন চার্জ এর ইন্টারভিউতে পড়ে এগুলো আপনার সর্বপ্রথম জেনে রাখা উচিত।
আজকের এই আর্টিকেলটি এমনভাবে তৈরি করেছি আপনি রুমে প্রবেশ করার পর থেকে আপনাকে কোন ধরনের প্রশ্ন করা হবে। একেবারে আপডেট নিয়ম আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা আসুন অযথা সময় নষ্ট না করে সম্পূর্ণ মূল আলোচনাটি শুরু করি।
কোয়ালিটি ইনচার্জ এর ইন্টারভিউ নতুন আপডেট
সর্বপ্রথম আপনাকে দরজায় গিয়ে নক করতে হবে। এরপর যখন আপনাকে ভিতরে যেতে বলবে তারপর সালাম দিয়ে আপনার জরুরি কাগজপত্র তাদেরকে দিবেন। এগুলো দেখার পর তারা আপনাকে কিছু প্রশ্ন করবে সেগুলো হচ্ছে।
- Self introducing এখানে আমাদের বলতে হবে আমরা আগের ফ্যাক্টরিতে কোন পজিশনে চাকরি করতাম। সেই পজিশন সম্পর্কে বিস্তারিত। আর যদি কোথাও কাজ করার অভিজ্ঞতা না থাকে। তাহলে আপনি সত্যি কথাটি বলবেন। এগুলো শোনার পর যদি প্রশ্নকর্তা আপনাকে ভালো ইঙ্গিত দেয় তাহলে আপনার লেখাপড়া বিষয়ে এবং সার্টিফিকেট গুলো জমা দিবেন।
- Daily Work একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে কোয়ালিটি ইনচার্জের প্রত্যেক দিনের কাজ কি এ সম্পর্কে সকল তথ্য আপনাদেরকে জিজ্ঞেস করা হবে এবং প্রতিদিন আপনি কি কাজ করেছেন এ সম্পর্কে তাদেরকে সঠিক তথ্য দিবেন।
- কোয়ালিটি সেক্টর এর যেকোন সেক্টরে যেমন কোয়ালিটি ইনচার্জ কোয়ালিটি ফিনিশিং এ ধরনের আরো কিছু কোয়ালিটি কে এই একই প্রশ্ন করা হয় What is Quality কোয়ালিটি কাকে বলে। গার্মেন্টসের গুণগত মানকে কোয়ালিটি বলে। অর্থাৎ কাস্টমারের যেন আপনার পণ্যটি দেখে ভালো লাগে এবং ভালো লাগানোর জন্য কিভাবে কাজ করলে আপনার ভালো হবে তাকেই মূলত কোয়ালিটি বলে।
- Defect Classification ডিফেক্ট ক্লাসিফিকেশন মূলত তিন প্রকার ক্রিটিক্যাল ,মেজর এবং মাইনর।
- DHU ডি এইচ ইউ হচ্ছে ডিফেক্ট ফর হান্ড্রেড পার ইউনিট।
- এরপর জিজ্ঞাসা করা হতে পারে সেফটি ইসু কাকে বলে। সেফটি ইস্যু হচ্ছে সেইসব ইস্যু যেগুলো ঠিক মতো মেইনটেইন না করলে কাস্টমারের ক্ষতি হতে পারে। তাকে মূলত সেফটি ইস্যু বলা হয়। একজন কোয়ালিটি ইনচার্জকে প্রতিনিয়ত মেটাল ডিটেক্টর চেক দিতে হবে। কারণ যদি কোন গার্মেন্টসে কোন ব্রকেন নিডিল থেকে যায়। সেই ব্রোকেন নিডিল থেকে কাস্টমারের ক্ষতি হয়ে যেতে পারে।
- একজন কোয়ালিটির অবশ্যই AQL সম্পর্কে জানতে হবে। আমরা বলে দিচ্ছি এ কিউ এল এর অর্থ হচ্ছে একসেপ্টেবল কোয়ালিটি লেভেল কে মূলত এ কিউ এল বলা হয়। এখানে আগে কর্মরত গার্মেন্টস এর এ কিউ এল লেভেল সম্পর্কে জিজ্ঞাসা করা হতে পারে।
- এ সকল ভাইভাতে মূলত একটি কমন প্রশ্ন SPI কাকে বলে। একজন কোয়ালিটি কে অবশ্যই এস পি আই মেইনটেইন করে চলতে হবে। এস পি আই হচ্ছে স্টেজ পার ইঞ্চি। অর্থাৎ প্রতি ইঞ্চিতে কতগুলো স্টেজ হবে। কারণ বায়ারভেদে স্টেজের পরিমাণ কম বেশি হয়ে থাকে।
- আমাদের জিজ্ঞাসা করা হতে পারে টিএলএস নিয়ে এটি হচ্ছে ট্রাফিক লাইট সিস্টেম। এর মাধ্যমে প্রত্যেকটি গার্মেন্টসের চেক করা হয় এবং কোথাও কোন ব্রকেন নিডিল থাকলে সাথে সাথে বাতিল করা হয় এবং ঠিকঠাক ভাবে চালানোর চেষ্টা করা হয়।
- Button pull TEst হচ্ছে বাটনের স্ট্রেন্থ । থাক একটি বাটন কত কেজি ওজন বহন করতে পারবে এবং তার ধারণ ক্ষমতা কতটুকু। এই বিষয়গুলো সম্পর্কে জানাতে হবে।
- এরপর আমাদেরকে স্পট সম্পর্কে প্রশ্ন করা হবে। অর্থাৎ অয়েল স্পট, ডাট স্পট এবং রিজেকশন ভালো করে জানতে হবে। এর ফলে কিন্তু গার্মেন্টসের কর্মরত যে সকল মেশিন রয়েছে সেগুলো ভালোভাবে চলাচল করতে সক্ষম না কোন ধরনের ত্রুটি রয়েছে এগুলো বাছাই করতে সাহায্য করে।
- Mockup হচ্ছে একটি প্রোডাক্ট যখন সুইং লাইনে চলে তখন প্রোডাক্টের ক্রিটিক্যাল প্রসেস গুলো কোয়ালিটি ইন শিওর করে এই প্রোডাক্ট গুলো মেশিনের উপর ঝুলে দিতে হয় এটি হচ্ছে মোকাপ।
- একজন কোয়ালিটি ইনচার্জের তার সুইং ফ্লোরে যতগুলো প্রোডাক্ট চলে সবগুলো প্রোডাক্ট এর মেজারমেন্ট সম্পর্কে প্রশ্ন করা হবে। এবং এই মেজারমেন্ট সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা থাকতে হবে আপনার আপনার তাছাড়া এই প্রশ্নের উত্তরটি আপনি কখনোই দিতে পারবেন না।
- সুইং লাইনে যে সকল প্রোডাক্ট চলে সে সকল প্রোডাক্টের স্রিঙ্কেজ টেস্টের রিপোর্ট দিতে হবে। এবং এর আউটপুটে যে পিপি স্যাম্পল থাকে তার সাথে অবশ্যই লাগানো থাকতে হবে।
- নতুন প্রোডাক্ট যখন সুইং লাইনের ধরানো হয়। তখন লাইনের প্রত্যেকটি মেশিনের কোয়ালিটি ইন শিওর করার দায়িত্ব একজন কোয়ালিটি ইনচার্জের।
- এবার আসি পিপি মিটিংয়ে একজন কোয়ালিটিকে অবশ্যই পিপি মিটিং অথবা সাপ্তাহিক যে ধরনের মিটিং পরিচালনা করা হয় এগুলোতে উপস্থিত থাকতে হবে এবং তাদের কথা মনের ওপরে শুনতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। এবং যখন সেই প্রোডাক্টগুলো সুইং লাইনে চলবে তখন পিপি কমেন্ট গুলো দেখতে হবে এবং কাজ করতে হবে।
- শুইন লাইনে যখন প্রোডাকশন চলতে থাকবে তখন সেই প্রোডাকশনের মেজারমেন্ট এবং পিপি স্যাম্পল এর মেজারমেন্ট চেক করে দেখতে হবে। এছাড়া যদি কোন ভেরিয়েশন থাকে। তাহলে অবশ্যই ভেরিয়েশন রিপোর্টটি রিপোর্ট বসকে জানাতে হবে।
- একজন ভালো কোয়ালিটি ইনচার্জ হিসাবে আমাদেরকে স্টিচিং ডিফেক্ট সম্পর্কে জানতে হবে। এর পাশাপাশি ব্রকেন স্টিচ মেজারমেন্ট স্টিচ এর পাশাপাশি আরও স্টেজ রয়েছে সেগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে।
- সব সময় মাথায় রাখতে হবে সুইং লাইনে পরবর্তীতে কোন প্রোডাক্টটি চলবে। সে প্রোডাক্ট এর পি পি কমেন্ট এগুলো ভালোভাবে কালেক্ট করে রাখতে হবে।
- কোয়ালিটি ইনচার্জ দের অবশ্যই GSM সম্পর্কে জানতে হবে। কথা যে প্রোডাক্টটি চলছে সেই প্রোডাক্টের জি এস এম কত তা জেনে নিতে হবে।
- একজন কোয়ালিটি ইনচার্জ কে অবশ্যই তাদের কোয়ালিটি শ্রাবনীটেড অর্থাৎ সুপারভাইজার এবং কোয়ালিটি ইন্সপেক্টরদের ডি এইচ ও ফলাপ দিতে হবে। এবং যদি কোন ক্রিটিকালিটি থাকে তাহলে সাথে সাথে সেটি রিমুভ করে দিতে হবে।
এতক্ষণ আমি আপনাদের সাথে যে সকল প্রশ্নের উত্তর নিয়ে কথা বললাম এগুলো কিন্তু মূলত কোয়ালিটি ইনচার্জের ইন্টারভিউ প্রশ্ন আসে এবং এগুলো যদি ভালোভাবে উত্তর দিতে পারেন তাহলে আশা করা যায় আপনার চাকরিটি হয়ে যাবে।
আপনার পছন্দ হতে পারে এমন কিছু পোস্ট
- কোয়ালিটি কন্ট্রোলারের বেতন কত জেনে নিন।
- একজন ফিনিশিং কোয়ালিটি কন্ট্রোলার এর কাজ কি জানুন।
- কোয়ালিটি ইন্সপেক্টর এর কাজ কী।
- গার্মেন্টস সুপারভাইজার এর কাজ কি।
লেখকের শেষ কথা
আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনাদেরকে কোয়ালিটি ইনচার্জের ইন্টারভিউ প্রশ্ন সম্পর্কে অনেক কিছু তথ্য জানানোর চেষ্টা করেছি। এখান থেকে যদি কোন সঠিক তথ্য জানতে পারেন তাহলে অবশ্যই আপনার বন্ধু কিংবা নিকটস্থ আত্মীয়দের মধ্যে শেয়ার করে দিবেন।
এমন নিত্য নতুন গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইলে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন যোগাযোগ রাখবেন।
এস এইচ টেক আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url