প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-PKB Job Circular 2024

প্রতিদিন ১০ ডলার ইনকাম করা সহজ উপায়প্রিয় পাঠক আপনি কি প্রবাসী কল্যাণ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি খুজতেছেন। অনেক খোঁজাখুঁজি করেছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য জানতে পারেন নাই। তাহলে আপনি এখন একদম সঠিক জায়গায় এসেছেন। প্রবাসী কল্যাণ ব্যাংকের নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি চালু করা হয়েছে এ সম্পর্কে আপনাদেরকে এ টু জেড আপডেট দেওয়ার চেষ্টা করব।
প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-PKB Job Circular 2024
বেশ কিছুদিন ধরে আমি খেয়াল করে দেখছি গুগলে মানুষ প্রবাসী কল্যাণ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সার্চ দিচ্ছে তাদের কথা চিন্তা করে মূলত আজকের আর্টিকেলটি তৈরি করা। যারা প্রবাসী কল্যাণ ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক তারাই শুধুমাত্র আমার আর্টিকেলটি পড়বেন।

প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি - মূলভাব

যেকোনো ব্যাংকে চাকরি করার জন্য সর্বপ্রথম আপনাকে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে। যদি নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে দেখেন তাহলে চাকরি সম্পর্কে একটি ভালো ধারণা পাবেন। এর জন্য সর্বপ্রথম প্রয়োজন একটি সঠিক নিয়োগ বিজ্ঞপ্তি।অনেক জায়গায় আপনি দেখতে পাবেন অনেক পুরনো কিছু চাকরির খবর।

আপনাদেরকে বলবো এবং পরবর্তীতে আপনি এ বিষয়ে কাজ করতে যখন যাবেন তখন প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা আসুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমরা মূল আলোচনার দিকে ফিরে যাই।

প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নাম এবং বেতন স্কেল ( জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী )
  • 1. টেলিফোন অপারেটর গ্রেড-19 বেতন ৯৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা - সর্বমোট পদ সংখ্যা ১ টি -বয়স সীমা - ১৮ থেকে ৩০ বছর তবে প্রতিবন্ধী ও বীর মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা / পুত্র কন্যার পুত্র কন্যার ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক সর্বোচ্চ বয়স সীমা ৩২ বছর।

প্রয়োজনীয় যোগ্যতা

ক। যে কোনো শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ কে উত্তীর্ণ এবং টেলিফোন অপারেটর এর কাজে বাস্তবকর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।

সাধারণ জেলা কোটায় যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই

বান্দরবান, সিলেট, নওগাঁ, বরিশাল, কুড়িগ্রা্ম, কুমিল্লা ও বাগেরহাট

২. ফটোকপি মেশিন অপারেটর গ্রেড_১৬ বেতন ৯ হাজার 300 টাকা থেকে ২২ হাজার ৪৯০ টাকা পর্যন্ত। - সর্বমোট পদ সংখ্যা ২ টি।

ক। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বারসম্মানের পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএ তে উত্তীর্ণ। এবং ফটোকপি মেশিন অপারেটর এর কাজে বাস্তবকর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।

যে সকল জেলার প্রার্থীরা আবেদন করবেন না

সিলেট,নওগাঁ,বরিশাল,কুড়িগ্রাম, কুমিল্লা ও বাগেরহাট

নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদনের ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবেঃ
১। ৩১ - ১ - ২০২৪ খ্রিষ্টাব্দঃ তারিখের প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেফিট গ্রহণযোগ্য হবে না।

২। সরকারি, আজা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীদের অবশ্যই নিয়োগ কারি কর্তৃপক্ষের এক ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতি পত্রের মূল কপি জমা দিতে হবে।

৩। নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান অনুসরণ করা হবে।

৪। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ জারিকৃত সরকারি বিধি-বিধান অনুসরণ করা হবে।

৫। কর্তৃপক্ষ পদের সংখ্যা কম/বেশি/বিজ্ঞপ্তির বয়সসীমা বর্ধিতকরণ সহ নিয়োগ সংক্রান্ত অন্যান্য সকল বিষয় সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার সংরক্ষণ করে।

৬। প্রার্থীদের বাসায় পরীক্ষার mcq লিখিত পরীক্ষা অথবা উভয়ই পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

৭। পরীক্ষার স্থান ও সময়সূচী পরবর্তীতে ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে এবং প্রার্থীদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্রের সঙ্গে আনতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টি এ/জি এ প্রদান করা হবে না।

৮। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নিম্ন বর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন পূর্ব প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা দ্বারা সত্যায়িত ছায়া লিপি দাখিল করতে হবে।
  • অনলাইনে পূরণকৃত আবেদন ফরম সত্যায়িত করা অবশ্যক নয়।
  •  জাতীয় পরিচয় পত্র।
  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদ।
  • উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত কর্ম অভিজ্ঞতার সনদ।
  • জেলা স্থায়ী বাসিন্দা প্রমাণ হিসাবে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা এবং সিটি কর্পোরেশনের কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ।
  • চারিত্রিক সনদ।
  • আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযুদ্ধের পুত্র কন্যা এবং পুত্র কন্যার পুত্র কন্যা এতিম প্রতিবন্ধী ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং আনসার ও বিজেপি প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ।
  • আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা হলে মুক্তিযোদ্ধার সনদপত্র এবং আবেদনকারীর সঙ্গে ধারাবাহিকতায় সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র কিংবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলার কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্র।
  • ভুল তথ্য এবং জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীকে প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
৯। নির্বাচিত প্রার্থীদের প্যানেল সংরক্ষণ করা হবে।

১০। নিয়োগের ব্যাপারে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

১১। ওপরে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

১২। এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল তথ্য ব্যাংকে নিজস্ব ওয়েব সাইটে পাওয়া যাবে। ( www.pkb.gov.bd )

অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলীঃ

১। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://pkb.teletalk.com bd ওয়েবসাইটে আবেদন পত্র পূরণ করবেন অনলাইন ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের সময়সীমা নিম্ন রূপঃ-
  • অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার তারিখ ও সময় ১১-০১-২০২৪ খ্রিস্টাব্দ. সকাল ১০ঃ০০ টা।
  • আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় ৩১-০১০২০২৪ খ্রিষ্টাব্দ. বিকাল ৫ টা পর্যন্ত।
  • উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন পত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
২। অনলাইন আবেদন পত্রে কর্মী তার রঙিন ছবি ( দৈর্ঘ্য ৩০০* প্রস্থ৩০০ pixel ) এবং স্বাক্ষর ( ৩০০* প্রস্থ 80 pixel ) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্.১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।

৩। আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহার তো হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হবেন।

৪। প্রার্থী অনলাইন এ পূরণিত আবেদন পত্রের একটি রঙিন ব্রেন কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা ও শারীরিক যোগ্যতার পরীক্ষা mcq /লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

৫। এসএমএস প্রেরনের নিয়মাবলী এবং পরীক্ষার ফ্রী প্রদানের অনলাইনে আবেদনের অ্যাপ্লিকেশন ফরম যথাযথভাবে পূরণ করে নির্দেশনার মধ্যে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারে ছবিসহ অ্যাপ্লিকেশন রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা।

সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেশন কবে প্রার্থীর রঙিন প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন এপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে।

যেকোন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে এক থেকে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা টেলিটক সার্ভিস ২৩ টাকা মোট ২২৩ টাকা পরবর্তীতে ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন।

বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোন অবস্থাতে গৃহীত হবে না।
  1. প্রথম SMS :PKB<spece>User id লিখে SEND করতে হবে16222 নাম্বারে।
  2. Example:PKB ABCDEF
  3. দ্বিতীয় SMS:PKB<space>YES<space>PIN লিখেSend করতে হবে16222 নম্বরে।
  4. Example:PKB YES xxxxxxx
৬। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https;pkb.teletalk.com.bd অথবা প্রবাসী কল্যাণ ব্যাংকের ওয়েবসাইট www.pkb.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। online আবেদনপত্রের প্রার্থীর।

প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষার সংক্রান্ত যাবত যোগাযোগ সম্পন্ন করা হবে উক্ত নাম্বারটি সার্বক্ষণিক সচল রাখা, সকল SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

৭। এসএমএস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নাম্বার এবং পদের নাম পরীক্ষার তারিখ সময় ও পরীক্ষার স্থান ইত্যাদি সংবলিত তথ্য, প্রবেশপত্র প্রার্থ ী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্র টি প্রাক্টিক্যাল পরীক্ষা এবং শারীরিক যোগ্যতা পরীক্ষায় mcq, লিখিত এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।

৮। শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন এবং প্রার্থী কর নিম্ন বর্ণিত এসএমএস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনর ব্যাবহার করতে পারবেন।
  • User Id জানা থাকলে PKB< space>HELP<space>User<space>User Id লিখে Send করতে হবে 16222 নাম্বারে।
  • Example:PKB HELP USER ABCDEF
  • PIN Number জানা থাকলে PKB<space>HElp<space>PIN NO লিখে Send করতে হবে 16222 নাম্বারে।
  • Example:PKB HELP Pin12345678
৯। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও প্রবাসী কল্যাণ ব্যাংকের ওয়েবসাইট অথবা বাংলাদেশ একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক এ জব পোর্টাল ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করো বিজ্ঞাপনটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ সময় ও অন্যান্য তথ্য প্রবাসী কল্যাণ ব্যাংকের ওয়েবসাইটে জানা যাবে।

১০। অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নাম্বার থেকে ১২১ নম্বর অথবা vas query@teletalk.com.bd ইমেইলে যোগাযোগ করা যাবে। মেইল এর সাবজেক্ট এ Organization Name:PKB.Post Name****,Applicants User ID ও Contact number অবশ্যই উল্লেখ করতে হবে।

১১। ডিস্ট্রিবিউশনঃ প্রার্থীকে অনলাইনে আবেদন পত্রের ডিস্ট্রিবিউশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্র প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন জালিয়াতি ধরা পড়লে।

বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল অথবা অসাধু পায়ে অবলম্বন করলে পরীক্ষার পড়বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

লেখকের শেষ কথা

আজকের এই আর্টিকেলটিতে আপনাদেরকে বললাম প্রবাসী কল্যাণ ব্যাংকে নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড তথ্য। আপনি যদি এই বিজ্ঞপ্তি থেকে চাকরির জন্য আবেদন করতে চান তাহলে এই উপায়ে আবেদন করতে হবে।

আপনার বন্ধুদের যদি সাহায্য করতে চান তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করে দিবেন। এমন নিত্য নতুন চাকরির খবর পেতে চাইলে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন চোখ রাখবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এস এইচ টেক আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url