কোয়ালিটি কন্ট্রোলার এর ইন্টারভিউ প্রশ্ন
গার্মেন্টস ইফিশিয়েন্সি কিপ্রিয় পাঠক আপনি কি গার্মেন্টসের কোয়ালিটি কন্ট্রোলার এর ইন্টারভিউ তে কি কি প্রশ্ন করা হয় সেগুলো খুজতেছেন। কিন্তু আপনি অনেক খোঁজাখুঁজির বড় সঠিক পান নাই। তাহলে আপনি এখন এখন সঠিক জায়গায় এসেছেন। কেননা আজকের এই আর্টিকেলটিতে সম্পর্কে সকল প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। যা আপনার অনেকটাই কাজে লাগবে।
আমি বেশ কয়েকদিন ধরে খেয়াল করে দেখছি যে গুগলে সার্চ হচ্ছে গার্মেন্টসের কোয়ালিটি কন্ট্রোলার এর ইন্টারভিউ প্রশ্ন উত্তর সম্পর্কে। তো যারা এ বিষয়ে সঠিক তথ্য জানেন না তাদের জন্য মূলত আজকের ব্লগটি তৈরি করা হয়েছে।
গার্মেন্টসে কাজ করার জন্য ইন্টারভিউ কিভাবে দিবেন
বন্ধুরা আপনারা হয়তো অনেকেই গার্মেন্টসে চাকরি করতে চান। কিন্তু আপনারা জানেন না যে গার্মেন্টসে কি কোন ভাইভা ধরা হয়। এবং গার্মেন্টসে কাজ করার জন্য কি ধরনের যোগ্যতা থাকা লাগবে। আসলে এই গার্মেন্টসের কাজ ভালো কিনা খারাপ। এবং কিভাবে কাজ করলে তাড়াতাড়ি ভালো ফলাফল করা যাবে।
আরও পড়ুনঃ টিএমএসএস ফিল্ড সুপারভাইজার এর কাজ কি?
এবং গার্মেন্টসের উচ্চপদস্থ অফিসার হিসেবে কাজ করতে হলে কি কি যোগ্যতা থাকা লাগবে। এবং গার্মেন্টস কর্তৃপক্ষ তারা যখন কর্মী নিয়োগ দেয় তখন তারা কি ধরনের প্রশ্ন করে এবং কি রকম ফলাফল করলে খুব সহজে তারা তাদের কোম্পানিতে যুক্ত করে নেয়। এ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব।
এবং আপনাদেরকে সঠিক তথ্য জানানোর চেষ্টা করব। যাতে আপনি যদি পরবর্তীতে কোন গার্মেন্টসে চাকরি করতে চান তখন যদি আপনাকে কোন প্রশ্ন করে আপনি যেন খুব সহজেই প্রশ্নের উত্তর দিতে পারেন। আপনাদেরকে হয়তো বা একটু জটিল ভাবে বললে আপনারা বুঝবেন না তাই আপনাদেরকে একবারে বেসিক নিয়ম থেকে শুরু করে।
সব শিখিয়ে দিব। তাহলে আপনি খুব সহজেই এগুলো প্রশ্নের উত্তর দিতে পারবেন আশা করি। তাহলে আসুন বন্ধুরা অযথা সময় নষ্ট না করে আমরা বিস্তারিত আলোচনা শুরু করি।
কোয়ালিটি কন্ট্রোলার এর ইন্টারভিউ প্রশ্ন
হ্যালো বন্ধুরা আজকে আর্টিকেলটিতে আপনারা জানবেন। গার্মেন্টস ইন্ডাস্ট্রির কোয়ালিটি কন্ট্রোলার এবং কোয়ালিটি ইনচার্জ দের ইন্টারভিউতে আসে এমন কিছু প্রশ্ন আপনাদের সাথে আজকে শেয়ার করব।
এই প্যারাগ্রাফটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে যা আপনার। গার্মেন্টস এর কাজের ক্ষেত্রে এবং এর ভাইভা দেওয়ার সময় অনেকটাই কাজে লাগবে। এখন আমি আপনাদেরকে গার্মেন্টসের কাটিং সুইং ওয়াশ এবং ফিনিশিং সেকশনের অনেক বিস্তারিত তথ্য জানাবো।
গ্রেন লাইন কি এবং এটা কেন ইন্ডিকেট করা হয়? গ্রীন লাইন মূলত ফেব্রিকের তৈরি কোন কিছু কাটার জন্য। অর্থাৎ ফেব্রিক কাটিং করার সময় ওয়ে ঠিক রাখার জন্য মার্কারের কিংবা প্যাটার্নের গায়ে ইন্ডিকেট লাগানো হয়।
আরও পড়ুনঃ শক্তি ফাউন্ডেশন এর অফিসারের কাজ কি।
ট্যাগ প্যাক কি? গার্মেন্টসের সর্বপ্রথম অর্ডারের এর যে কোন প্রয়োজনীয় জিনিস হচ্ছে ট্যাগব্যাক। এটাকে অনেক সময় ্টিস প্যাক ও বলা হয়। এটি একটি তথ্যবহুল সিট যা ডিজাইনেরা মেনুফ্যাকচারারদের জন্য তৈরি করে থাকে।
যেখানে প্রোডাকশনের জন্য সকল উপাদানের তথ্য দেওয়া থাকে। যেমন মেজারমেন্ট লেভেল,প্রিন্্ কালার,র্হার্ডওয়ার, ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে।
ব্যাক টু ব্যাক এলসি কি? যে কাঁচামাল বিদেশ থেকে আমদানি করে তা র দ্বারা পূর্ণ উৎপন্ন করে আবার বিদেশে রপ্তানি করাকে ব্যাক টু ব্যাক এলসি বলা হয়।
নিকেল টেস্ট কিভাবে করে? অ্যামোটিয়া এবং ডায়ে ক্লিনিক ক্লাক্সাল এক ফোটা করে কটন বাটে ভিজিয়ে বাটনের গায়ে ৩০ সেকেন্ড খুঁজতে হবে। কটন বাটির কালার যদি পিঙ্ক বা গোলাপি হয় তাহলে এর টেস্ট রেজাল্ট পজিটিভ হবে।
মো কাপ এবং টিএলএস মানে কি? মোকাব হচ্ছে নমুনা, যে কাজ যে মেশিনে হবে সেই কাজের সুন্দর নমুনা হচ্ছে মোকাব। লাইন লে আউটের সময় মোকআপ তৈরি করে ঝুলিয়ে দিতে হবে। এবং মো কাপে সেই কাজের সম্পর্কে ওয়ার্ক ইন্সট্রাকশন লিখতে হবে। টি এল এস অর্থাৎ ট্রাফিক লাইন।
টিএলএস হচ্ছে লাল হলুদ এবং সবুজ বাতির মাধ্যমে কাজ কিরকম হচ্ছে সেটি নির্ধারণ করা। কোন মেশিনের কাজের পরিমাণ কেমন সেটি এই টিএলএস এর মাধ্যমে দেখানো হয়। কোন কোন ফ্যাক্টরিতে আবার ফাইভ পিস এবং সেভেন পিস চালু রয়েছে। সাধারণত লাইন চেকারেরা লাইনে ঘুরে ঘুরে প্রতিটি মেশিনের কাজ চেক করে এটিএলএসএস এর মাধ্যমে।
গার্মেন্টসে কত ধরনের সুতা ব্যবহার করা হয়? এবং মেট্রিক কাউন্ট কি? গার্মেন্টসে সাধারণত দুই ধরনের সুতা ব্যবহার করা হয়। একটি হচ্ছে ন্যাচারাল থ্রেট আর আরেকটি হচ্ছে সিন্থেটিক থ্রেট। ন্যাচারাল থ্রেট যেমন লিলেন সিল্ক কটন ভিস্কস।
সিন্থেটিক থ্রেট যেমন পলেস্টার লাইলন আরামিট। গার্মেন্টসে সাধারণত স্পন থ্রেট এবং কোরিংস ্রেট ব্যবহার করা হয় বেশি। মেট্রিক কাউন্ট এক কিলো সুতার মধ্যে যতগুলো হ্যাং থাকে। তাকে সাধারণত মেট্রিক কাউন্ট বলা হয়।
আরও পড়ুনঃ গার্মেন্টস সুপারভাইজার এর কাজ কি।
ফিউজিং মেশিনের চপি এবং মেটাল ডিটেকটিং এর চপি সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হতে পারে। মনে করুন আপনাকে সর্বমোট পাঁচটি লাইনের দায়িত্ব দেয়া হলো। কাটিং থেকে ফিনিশিং আপনার কত গুলো কাউন্ট প্রয়োজন হবে। পাঁচটি লাইনের কাটিং এর জন্য পাঁচজন কোয়ালিটি চেক আর লাগবে।
শুইনে যদি 5.8 কাজ হয় তাহলে প্রতি লাইনে সবগুলো কাজ করার জন্য একটি লাইনের জন্য পাঁচজন করে পাঁচ লাইনের জন্য সর্বোচ্চ ২৫ জন লাগবে। ফিনিশিং এর জন্য ইনসাইড চারজন এবং টপ সাইটের চারজন লাগবে। মেজারমেন্ট এর জন্য দুইজন লাগবে এবং এসকিউ চেক করার জন্য একজন কোয়ালিটি লাগবে।
এই সিস্টেমে পাঁচটি সুইং লাইনের কাজ দুইজনে কভার করা যাবে। এবং আপনি যদি সবগুলো কাজ করতে চান তাহলে আপনাকে সর্বমোট ২৮ জন্য কোয়ালিটি লাগবে। কাটিং এ ৬ জন সুইং এ ২৫ জন এবং ফিনিশিংয়ে 28 জন তাহলে পাঁচটি সুইং লাইনে কাজের জন্য টোটাল ৫৯ জন কোয়ালিটির প্রয়োজন হবে।
মেজারমেন্ট প্লাস বা মাইনাস কি কারনে হয়ে থাকে? এবং কাটিং সেকশনে কি কি করার মাধ্যমে এটি রোধ করা সম্ভব। মেজারমেন্ট বিভিন্ন কারণে প্লাজ বা মাইনাস হতে পারে তবে কাটিং শেষন থেকে কিছু কন্ট্রোল করা গেলে মেজারমেন্ট প্লাস কিংবা মাইনাস করা সম্ভব।
এগুলো হচ্ছে ফেব্রিক রুম ক্লোন এবং সিনপ্লেইন। ফিনিশিং দেওয়ার সময় ফেব্রিক লুস বা টাইট হতে পারবে না। লেহাইট মেনটেন করতে হবে। ফেব্রিক singkage depot সঠিকভাবে মূল্যায়ন করতে হবে।
আপনার জানামতে গার্মেন্টসে প্যান্ট বা শার্ট কত ধরনের হতে পারে? গার্মেন্টসের সাধারণত প্যান্ট বিভিন্ন রকমের হয়ে থাকে। তো আপনাকে দু-একটি প্যান্টের নাম বলি। বারমুডা লং প্যান্ট শর্ট প্যান্ট। হারমোনিয়াম বা কার্গো পকেট ং প্যান্ট। চিনো কুফরিফ রে পার।
জিন্স ট্রাউজার।ওভারেল। আর গার্মেন্টসে শার্ট মূলত দুই প্রকার। তা হচ্ছে একটি বেসিক শার্ট এবং পাইলট শার্ট। এছাড়া আরও বিভিন্ন রকমের শার্ট রয়েছে যেমন। লং স্লিপ শার্ট এবং শর্ট স্লিপ শার্ট।
প্রতিটি মেশিনের কতটুকু অংশে কতখানি সুতার প্রয়োজন? পেলেন মেশিনের এসবিআই যদি ১০ ১১ টা হয়। তাহলে প্রতি ইঞ্চিতে সুতা লাগবে আড়াই ইঞ্চ। ওভার লক মেশিনে দশ এগারোটা যদি লক থাকে তাহলে প্রতি ইঞ্চিতে সুতা লাগবে মোট ১২ ইঞ্চি।
ব্লক মেশিনের ফাইভ এস্পাই যদি ১০ ১১ টা থাকে তাহলে প্রতি ইঞ্চিতে সুতা লাগবে মোট ২২ ইঞ্চি। টু মিডিল মেশিনে যদি ১০ ১১ টা করে লক থাকে তাহলে প্রতি ইঞ্চিতে সুতা লাগবে ৫ ইঞ্চ। কান চাই টুনি দিলে ৮-৯ টা যদি এসবিআই থাকে তাহলে প্রতি ইঞ্চিতে সুতা লাগবে ১৬ ইঞ্চি করে।
সিগ সিগমা কি? সিক্স সিট মা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা জাপানিরা সর্বপ্রথম শুরু করে। ডিফাইন মেজর এনালিটিস ইমপ্রুভ ও কন্ট্রোল।
গার্মেন্টসের মোস্ট চার্জ কিভাবে বের করে? এর জন্য আপনাকে ফেব্রিক কনস্ট্রাকশন ভাগ ১০০ এবং ফেব্রিক পয়েন্ট দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ ফেব্রিক এর ভিতরে যেমন কনস্ট্রাকশন থাকতে পারে ঠিক তেমনভাবে সেটি বের করতে হবে।
গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোলার এর দায়িত্ব ও কর্তব্য
আপনারা অনেকেই আছেন যারা গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোলারের দায়িত্ব ও কর্তব্য কি সেটি সম্পর্কে জানেন না। তো যারা এ সম্পর্কে সঠিক তথ্য জানেন না তাদেরকে বলছি একটি গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোলার কে প্রত্যেকটি কাজের দিকে খেয়াল রাখতে হয় এবং দেখতে হয় যে সম্পূর্ণ প্রতিষ্ঠান মিলে তার কর্মীরা ঠিকভাবে কাজ করছে কিনা।
আবার দেখতে হয় তার কাজের কোয়ালিটি ভালো এবং তার কাজের কোয়ালিটি খারাপ। কোন মেশিনের কোন ধরনের সমস্যা হচ্ছে কিনা এ সকল বিষয়ে তাকে নজর রাখতে হয়। কর্মীদের শারীরিক অবস্থা মানসিক এবং আর্থিক দিকে তাদেরকে ভালোভাবে দেখতে হয় কারো যদি কোন সমস্যা হয়।
তাহলে অবশ্যই অফিস কর্তৃপক্ষ ওর কাছে সকল বিষয় জানিয়ে সাহায্য করার চেষ্টা করা হয়। মূলকথা হচ্ছে একজন কোয়ালিটি কন্ট্রোলারে দেখতে হয় প্রত্যেকটি পণ্যের সঠিক পরিমাণে কোয়ালিটি আছে কিনা। প্রোডাক্টটি খারাপ হচ্ছে না ভালো হচ্ছে।
প্রোডাক্টটি যদি খারাপ হয় তাহলে যে কর্মচারী ওই কাজটি করছে তাকে ভালোভাবে নির্দেশনা দেওয়া হয়। এক কথায় বলতে গেলে যত ধরনের পণ্য উৎপন্ন করা হয় সেগুলোর মানের দিকে খেয়াল রাখা হয় এই কোয়ালিটি কন্ট্রোলার কে। প্রিয় বন্ধুরা আশা করি আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন।
লেখকের শেষ কথা
প্রিয় বন্ধুরা আজকের এই আর্টিকেলটিতে গার্মেন্টসের কোন কর্মী নিয়োগ দেওয়ার সময় তারা কি ধরনের প্রশ্ন করে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি এখান থেকে কিছু জানতে পারেন বা শিখতে পারেন তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে পোস্টটি শেয়ার করবেন।
কেননা তারাও যেন সঠিক তথ্যটি জানতে পারে এবং পরবর্তীতে কাজে লাগাতে পারে। আর আপনি যদি এমন নিত্য নতুন তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটের সঙ্গে থাকুন। কেননা আমাদের এই ওয়েবসাইটে প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়।
এস এইচ টেক আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url